মদের ঠেকে বচসা থেকে হাতাহাতি। তারপর ধারালো অস্ত্র যুবককে ৪৬ বার কোপ। রক্তারক্তি কান্ড। গুরুতর আহত অবস্থায় ওই যুবক কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) উত্তরপাড়ায় (Uttarpara)।


হুগলির (Hooghly) উত্তরপাড়ার শালিমার এলাকায় মদের ঠেকে ছুরিকাহত হলেন যুবক। আহতের নাম লালচাঁদ হেলা(৩৮)। তাকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে (Kolkata Medical college and Hospital) রেফার করা হয়।

আরও পড়ুন: সোমে সংসদে ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল, দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি রাকেশ টিকায়েতের
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে শালিমার খালধারে মদের আসর বসেছিল। সেখানে কয়েকজনের সঙ্গে বসে মদ্যপান করছিল লালচাঁদ।এরপর কথা কাটাকাটির পরই লালচাঁদের পেটে ছুরি চালিয়ে দেয় রাজা গুপ্তা নামে এক যুবক। আহত অবস্থায় লালচাঁদকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যায় পরিবার। অভিযুক্ত পলাতক। তদন্তে নেমেছে পুলিশ।
