Tuesday, May 6, 2025

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত। রবিবার ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরুর ভয়াবহ অগ্ন্যুৎপাতের (Indonesia volcano eruption) ফলে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ৯৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা এজেন্সি (National Disaster Management Agency)।

গতকাল, শনিবার দুপুর থেকেই জেগে ওঠে জাভা দ্বীপের দীর্ঘতম আগ্নেয়গিরি সেমেরু (Indonesia volcano eruption)। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। বিপদ বুঝতে পেরে পালাতে শুরু করেন সাধারণ মানুষ। এক এক করে গ্রামগুলি খালি হতে থাকে। জ্বালামুখ থেকে বেরোতে থাকে ধোঁয়ার কুণ্ডলী। ছাই ও আগুনের দলা পাকানো মেঘ বের হতে থাকে জ্বালামুখ থেকে।

পূর্ব জাভা প্রদেশের লুমাজং জেলার ১১ টি গ্রাম সেমেরুর অগ্ন্যুৎপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রায় ৯০২ জনের ও বেশি মানুষ নিকটবর্তী মসজিদ ও স্কুলে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন-৩ দিন পর ঝোপ থেকে মিলল Jaigaon-র নিখোঁজ ASI-এর দেহ

আধিকারিকরা রাস্তার ওপর থেকে ছাই সরানোর কাজ করছেন। বহু মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ। তাঁদের খোঁজ করা হচ্ছে। যে নদীগুলোর ওপর দিয়ে লাভা প্রবাহিত হচ্ছে সেসব নদীর ধারে না ঘেঁষার জন্য মাইকিং করা হচ্ছে।

সূত্রের খবর, শেষ পাওয়া খবর, অগ্ন্যুৎপাতের ফলে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় (Indonesia) মোট ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে সেমেরু থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল। তখন হতাহতের কোনও খবর মেলেনি‌। কিন্তু এবার অগ্ন্যুৎপাতের জেরে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version