প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) হলদিয়ার (Haldia) ক্লোরাইড মেটাল কারখানায়। আজ, সোমবার কাকভোরে কারখানার লেড সেকশনে আগুন লাগে।
আরও পড়ুন- Indian Team: টেস্টে বড় জয়ের রেকর্ড গড়ল ভারত, নিজেদের নিজেরাই ছাপিয়ে গেল বিরাট কোহলিরা
আগুন নেভাতে পেট্রকেম, হলদিয়া এনার্জি সহ বিভিন্ন সংস্থার ৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের হতাহত আশঙ্কা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কারখানার লেড সেকশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্সাইড ব্যাটারি তৈরি সংস্থার সাবসিডিয়ারি সংস্থা হিসেবে ক্লোরাইড মেটাল ব্যাটারি শিল্পের জন্য পুরনো ব্যাটারি ভেঙে লেড ইনগট বা লেডের পিণ্ড তৈরি করে। হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের অদূরে ধানসিরি পেট্রকেমের পাশে কাপাসএড়িয়া মৌজায় ২০একর জমিতে সম্প্রতি নতুন কারখানাটি গড়ে উঠেছে।