Thursday, December 25, 2025

Jagdeep Dhankhar:পুরভোটের প্রস্তুতি নিয়ে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব ধনকড়ের

Date:

Share post:

এবার পুরভোট নিয়ে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত। পুরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ফের  তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankhar)।মঙ্গলবার সৌরভ দাসকে (Sourav Das)রাজভবন (Raj Bhavan) চূড়ান্ত রিপোর্ট পেশ করতে বলেছেন রাজ্যপাল৷ কলকাতা পুর নির্বাচনের প্রস্তুতি (KMC Election 2021) এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে সৌরভ দাসের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জগদীপ ধনকড়৷ সোমবার সকালে টুইট করে একথা জানিয়েছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন:Nagaland: গুলিকাণ্ডে কেন্দ্র-রাজ্য সংঘাত, আধাসেনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের নাগাল্যান্ড পুলিশের

টুইটে রাজ্যপাল লেখেন, ৭ ডিসেম্বর কলকাতা পুরভোটের প্রস্তুতি ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস রাজভবনে এসে রাজ্যপালের কাছে পেশ করবেন। রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজ্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

প্রসঙ্গত, এর আগে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার পর, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পাঠান রাজ্যপাল। এরপর ৪ ডিসেম্বর, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপ জানতে চেয়ে রিপোর্ট-সমেত ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলা হয়। আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট৷ রাজ্য নির্বাচন কমিশন কেমন ব্যবস্থা নিয়েছে তা জানতে বারবার কমিশনারকে তলব করছেন রাজ্যপাল৷ এরই মধ্যে নবান্ন জানিয়ে দিয়েছে, রাজ্য পুলিশই কলকাতা পুরভোটে নিরাপত্তার দায়িত্ব পালন করবে৷ যদিও এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। তবে তার আগে একবার ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।



spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...