Sunday, November 9, 2025

নাগাল্যান্ড ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ, বিবৃতি দেবেন অমিত শাহ

Date:

Share post:

নাগাল্যান্ডে(Nagaland) নিরাপত্তারক্ষীদের গুলিতে ১৩ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। আর এই ইস্যুতে সোমবার সরগরম হয়ে উঠলো সংসদ(parliament)। জানা গিয়েছে, আজ দুপুর তিনটেয় এই ঘটনার প্রেক্ষিতে লোকসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)। বিকেল চারটায় তিনি বিবৃতি দেবেন রাজ্যসভাতে।

নাগাল্যান্ড গুলিকান্ডের ঘটনায় সোমবার রাজ্যসভাতে সরব হতে দেখা যায় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে। এরপরই রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, নাগাল্যান্ডের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এই ইস্যুতে আজ সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই সংসদের দুই কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য বক্তব্যের সময় নির্ধারিত হয়। যদিও নাগাল্যান্ডের ঘটনায় রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা। ব্যাপক হট্টগোলের জেরে অধিবেশন মুলতবি করে দেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।

আরও পড়ুন:Election Commission: মে মাসের মধ্যে সবকটি পুরসভায় ভোট, হাইকোর্টে হলফনামা নির্বাচন কমিশনের

এদিকে গতকালের ঘটনায় এফআইআর হয়েছে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে। এফআইআরে রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কোনও পুলিশ উপস্থিত ছিল না। কোনও পুলিশের উপস্থিতির জন্য কোনও থানায় আবেদনও জানায়নি আধা সামরিক বাহিনী। তাই এটা স্পষ্ট যে, সাধারণ মানুষকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য।

কিন্তু ঠিক কী ঘটেছিল কাল? এফআইআরে উল্লেখ করা হয়েছে, দুপুর সাড়ে ৩ টেয় ওটিং গ্রামের কয়লা খনির শ্রমিকেরা তিরু থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বোলেরো পিক আপ গাড়িতে ফিরছিলেন তাঁরা। আফার তিরু ও ওটিং গ্রামের মধ্যবর্তী লংখাও এলাকায় গাড়িটি পৌঁছনোর পরই গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। আর তাতেই একাধিক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। অন্যদিকে সেনার তরফে বিবৃতি দেওয়া হয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নাগাল্যান্ডের মন জেলার তিরু এলাকায় সেনা অভিযান চালানো হয়।

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...