Saturday, August 23, 2025

নাগাল্যান্ড ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ, বিবৃতি দেবেন অমিত শাহ

Date:

Share post:

নাগাল্যান্ডে(Nagaland) নিরাপত্তারক্ষীদের গুলিতে ১৩ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। আর এই ইস্যুতে সোমবার সরগরম হয়ে উঠলো সংসদ(parliament)। জানা গিয়েছে, আজ দুপুর তিনটেয় এই ঘটনার প্রেক্ষিতে লোকসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)। বিকেল চারটায় তিনি বিবৃতি দেবেন রাজ্যসভাতে।

নাগাল্যান্ড গুলিকান্ডের ঘটনায় সোমবার রাজ্যসভাতে সরব হতে দেখা যায় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে। এরপরই রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, নাগাল্যান্ডের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এই ইস্যুতে আজ সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই সংসদের দুই কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য বক্তব্যের সময় নির্ধারিত হয়। যদিও নাগাল্যান্ডের ঘটনায় রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা। ব্যাপক হট্টগোলের জেরে অধিবেশন মুলতবি করে দেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।

আরও পড়ুন:Election Commission: মে মাসের মধ্যে সবকটি পুরসভায় ভোট, হাইকোর্টে হলফনামা নির্বাচন কমিশনের

এদিকে গতকালের ঘটনায় এফআইআর হয়েছে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে। এফআইআরে রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কোনও পুলিশ উপস্থিত ছিল না। কোনও পুলিশের উপস্থিতির জন্য কোনও থানায় আবেদনও জানায়নি আধা সামরিক বাহিনী। তাই এটা স্পষ্ট যে, সাধারণ মানুষকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য।

কিন্তু ঠিক কী ঘটেছিল কাল? এফআইআরে উল্লেখ করা হয়েছে, দুপুর সাড়ে ৩ টেয় ওটিং গ্রামের কয়লা খনির শ্রমিকেরা তিরু থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বোলেরো পিক আপ গাড়িতে ফিরছিলেন তাঁরা। আফার তিরু ও ওটিং গ্রামের মধ্যবর্তী লংখাও এলাকায় গাড়িটি পৌঁছনোর পরই গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। আর তাতেই একাধিক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। অন্যদিকে সেনার তরফে বিবৃতি দেওয়া হয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নাগাল্যান্ডের মন জেলার তিরু এলাকায় সেনা অভিযান চালানো হয়।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...