Rainfall:টানা বৃষ্টিতে জলে থৈ থৈ শহরের একাংশ, তৎপর কলকাতা পুরসভা

রাত থেকে টানা বৃষ্টিতে জেরবার শহর কলকাতা। জলমগ্ন কলকাতার একাধিক অঞ্চল। সকাল থেকেই টানা বৃষ্টিতে কলকাতার একাধিক অঞ্চলে জল জমেছে। জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ। ঠনঠনিয়া, মুক্তারাম বাবু স্ট্রিট, পাতিপুকুর, বিটি রোড গার্ডেনরিচের একাংশ। উত্তর-মধ্য এবং দক্ষিন কলকাতার বেশ কিছু রাস্তায় জল জমেছে।  তবে সকাল থেকেই শহরের জমা জল দ্রুত নামাতে তৎপর কলকাতা পুরসভা। নিকাশি বিভাগের কর্মীদের অনেকেই সকাল থেকেই জলযন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে জোরদার কাজ চালাচ্ছেন পুরসভার কর্মীরা।

আরও পড়ুন:Election Commission: মে মাসের মধ্যে সবকটি পুরসভায় ভোট, হাইকোর্টে হলফনামা নির্বাচন কমিশনের

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস পেতেই মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফতরের ছুটি বাতিল করে নবান্ন। খোলা হয় কন্ট্রোল রুমও। গোটা পরিস্থিতির উপর নজরদারি চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

যদিও শক্তিক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ। তবুও টানা বৃষ্টিতে মাথায় হাত চাষিদের। ধান জমিতে আগেই ক্ষতি হয়েছে। এবার আলু জমিতে জল জমে আলু ও নষ্ট হতে বসেছে। সবজি জমি ও নষ্ট হতে বসেছে। দুশ্চিন্তার কালো মেঘ এবার দেখছেন কৃষকরা।


Previous articleনাগাল্যান্ড ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ, বিবৃতি দেবেন অমিত শাহ
Next articleIndian Team: টেস্টে বড় জয়ের রেকর্ড গড়ল ভারত, নিজেদের নিজেরাই ছাপিয়ে গেল বিরাট কোহলিরা