Priyanka Sarkar: আমি ভাল আছি: হাসপাতাল থেকে অনুরাগীদের খোলা চিঠি প্রিয়াঙ্কার

ছেলের জন্মদিনের আগে বাড়ি ফিরতে চান প্রিয়াঙ্কা সরকার।

অস্ত্রোপচারের পরে আপাতত ভালো আছেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনুরাগীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখে নিজেই জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। শুক্রবার রাতে, শুটিং চলাকালীন মত্ত যুবকের বাইকের ধাক্কায় পায়ের হাড় ভাঙে প্রিয়াঙ্কার। বাইপাসের (Bypass) ধারে একটি বেসরকারি হাসপাতালে শনিবার অস্ত্রোপচার হয় পায়ে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এবং দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনেকেই। এরপর রবিবার রাতে, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল একটি পোস্ট করেন প্রিয়াঙ্কা। অনুরাগী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা লেখেন, “আপনাদের প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। গত পরশু আমি দুর্ঘটনার শিকার হই। গতকাল অস্ত্রোপচার হয়। ঈশ্বরের আশীর্বাদে ও চিকিৎসকদের সহযোগিতায় আমি এখন আগের থেকে ভাল আছি। সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। আশা করি এই সময় ও আগামী দিনে আপনারা আমার পাশে থাকবেন।”
আরও পড়ুন- Murder: সিঙ্গুরের পর চণ্ডীতলা, একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুনে অভিযুক্ত আত্মীয়রা

হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে সুস্থ আছেন অভিনেত্রী। তাঁর পায়ে ড্রেসিংও করা হয়েছে। যে পায়ে অস্ত্রোপচার করা হয়েছে সেই পায়ের এক্স রে করা হয়েছে। সেই রিপোর্ট দেখার পর প্রিয়াঙ্কাকে ছাড়ার সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বৃহস্পতিবার, তাঁর ছেলে সহজের জন্মদিন। তার আগে বাড়ি ফিরতে চান প্রিয়াঙ্কা। অভিনেত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে ছেলের খবর নেন প্রিয়াঙ্কা। বুধবার, হয়ত হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী।

Previous articleএবারের কলকাতা বইমেলায় আদৌ ঢুকতে পারবে খুদেরা
Next articleIcc Test Ranking: আবারও আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষে কোহলির ভারত