Monday, November 10, 2025

সাংসদ সাসপেন্ডের প্রতিবাদ: সংসদ টিভির সঞ্চালক পদ থেকে ইস্তফা শশীর

Date:

বাদল অধিবেশনে প্রতিবাদের জেরে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হয়েছেন তৃণমূলের দুজনসহ ১২ সাংসদ। এই ঘটনার প্রতিবাদে আগেই সংসদ টিভির সঞ্চালকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শিবসেনা(Shivsena) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী(Priyanka Chaturvedi)। এবার ইস্তফা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর(Shashi Tharoor)।

সংসদ টিভির সঞ্চালকের দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার কারণ হিসেবে এদিন এক বিবৃতিতে কংগ্রেস সাংসদ শশী থারুর জানান, শুধুমাত্র ট্রেজারি বেঞ্চের সাংসদদের দিকেই তাক করে থাকছে ক্যামেরা। বিরোধীদের বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি কিছুই দেখানো হচ্ছে না। ফলত, গণতন্ত্রের মহিমা ক্ষুণ্ণ হচ্ছে। শুধু এটাই নয়, বিরোধী দলের ১২ জন সাংসদকে সাসপেন্ড করেছে কেন্দ্র সরকার। দুটো মিলিয়েই সংসদ টিভির সঞ্চালনার দায়িত্ব থেকে সরে গেলেন থারুর।

আরও পড়ুন:SSC Recruitment: এসএসসি গ্রুপ ‘ডি’ নিয়োগ মামলায় সিট গঠন করল হাইকোর্ট

অন্যদিকে নাগাল্যান্ড ইস্যুতেও রীতিমতো উত্তাল হয়ে উঠেছে সংসদ অধিবেশন। সন্ত্রাসবাদ মনে করে ১৩ জন মিনি হন নিরীহ গ্রামবাসীকে গুলি করে মেরেছে আসাম রাইফেলস। এই ঘটনার উচ্চপর্যায়ে তদন্তের দাবি জানিয়েছে বিরোধীরা। গতকালের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর হয়েছে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে। এফআইআরে রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কোনও পুলিশ উপস্থিত ছিল না। কোনও পুলিশের উপস্থিতির জন্য কোনও থানায় আবেদনও জানায়নি আধা সামরিক বাহিনী। তাই এটা স্পষ্ট যে, সাধারণ মানুষকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version