Thursday, December 25, 2025

Katrina-Vicky Wedding: রাজকীয় সাজে ঝলমলে ক্যাটরিনা-ভিকির বিয়ের মঞ্চ, অনুরোধ মেনে খুলল মন্দিরের রাস্তা

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। ক্যাটরিনা কইফ(Katrina Kaif) এবং ভিকি কৌশলের(Vickey Kaushal) চার হাত এক হওয়া শুধু সময়ের অপেক্ষা। তার  আগেই তাঁদের ওয়েডিং ডেস্টিনেশন,রাজস্থানে(Rajasthan) পৌঁছে গিয়েছেন দু’জনে। বিয়ের আগে চারিদিকে সাজো সাজো রব। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা। শুধুমাত্র আমন্ত্রিতরাই এই হাই প্রফাইলের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন। আর সেকারণেই বন্ধ করে দেওয়া হয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা। তাতেই মঙ্গলবার আপত্তি জানিয়েছিলেন রাজস্থানের এক আইনজীবী।  যদিও এরপর মন্দির যাওয়ার সেই রাস্তা খুলে দেওয়া হয়।

আরও পড়ুন:ভিকি-ক্যাটরিনার বিয়েতে ৭৫ রকম সবজি, ৭০ রকমের ফল !

রাজস্থানের যে বিলাসবহুল হোটেলে ভিকি ও ক্যাটরিনার বিয়ে হতে চলেছে তা একসময় প্রাচীন দুর্গ ছিল। এখন বিলাসবহুল হোটেলে রূপান্তরিত হলেও দুর্গের আভিজাত্য এতটুকু কমেনি। দুর্গের ভিতরে দু’টি প্রাসাদ ও দু’টি মন্দির রয়েছে। এর মধ্যে একটি চৌথ মাতার মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত সেই মন্দিরে পুজো দিতে যান। তবে হাই প্রোফাইলের এই বিয়ের নিরাপত্তার কারণে মন্দিরের রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর তাতেই বিপত্তি বাঁধে। আইনজীবী নেত্রবিন্দু সিং জাদাউনের অভিযোগ, ভিকি-ক্যাটরিনার বিয়ের জন্য ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত মন্দির যাওয়ার রাস্তা বন্ধ রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য এই রাস্তা খুলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য গোটা এলাকা পরিদর্শনে আসেন পুলিশও।এমনকি মন্দিরের রাস্তাও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তবে ক্যাটরিনা-ভিকির বিয়েতে আমন্ত্রিত ব্যক্তি ছাড়া কেউ যাতে ঢুকতে না পারে তার কড়া নিরাপত্তা রাখা হয়েছে।

বলিউড সূত্রের খবর, একটি অনলাইন সংস্থা নাকি ১০০ কোটি টাকার বিনিময়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবির স্বত্ব কিনে নিয়েছে। তাঁদের বিয়ের পর ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ভিকি-ক্যাটরিনার বিয়ের ছবি এবং ভিডিও। সে কারণেই নাকি রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় তাঁদের বিয়ের আসরে আমন্ত্রিতদের ছবি তোলার ক্ষেত্রে জারি কড়া বিধিনিষেধ। বলা হয়েছে, ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া সেই ছবি এবং ভিডিও শেয়ার করা যাবে না।


spot_img

Related articles

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে।...