Tuesday, November 11, 2025

Rahul Gandhi: বক্তব্যের মাঝেই রাহুলের মাইক বন্ধের অভিযোগ, সংসদ থেকে ওয়াকআউট কংগ্রেসের

Date:

সংসদে বক্তব্য রাখার সময় কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধীর (Rahul Gandhi) মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। একইসঙ্গে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) সংসদ কক্ষে বলতে না দেওয়ারও অভিযোগ কংগ্রেসের। এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করলেন কংগ্রেসের সাংসদরা।

আরও পড়ুন-AFSPA: নাগাল্যান্ডে ঘটনার পর ফের বিতর্কে আফস্পা, কী এই আইন?

মঙ্গলবার রাহুল গান্ধী (Rahul Gandhi) কৃষকদের স্বার্থে বহু দাবি তোলেন। তিনি দাবি করেন, কৃষকদের প্রাপ্য অধিকার দেওয়ার। আন্দোলনে মৃত কৃষকদের আর্থিক সাহায্য ও কর্মসংস্থানেরও দাবি তোলেন রাহুল। সাংসদ তথ্য দিয়ে বলেন, “পাঞ্জাব-কংগ্রেস সরকার ৪০০ কৃষককে আর্থিকভাবে সাহায্য করেছে। চাকরি দেওয়া হয়েছে ১৫২ জনকে।” সংসদ কক্ষে সাংসদদের বক্তব্য রাখার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিজের প্রাপ্য সময় বক্তব্য রাখার পরে আরও বেশি সময় চেয়ে নিয়ে বলতে শুরু করেন। তারপরই সাংসদের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি, সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে বলতে না দেওয়ার অভিযোগ তুলে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করে কংগ্রেস।

আরও পড়ুন-BSFও ‘ভুল বোঝাবুঝির’ কারণে গুলি চালায়, ফের সরব Udayan Guha

এদিন সংসদ কক্ষে কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, “কৃষক আন্দোলনে প্রায় ৭০০ জন কৃষক মারা গিয়েছেন। তিন আইন প্রত্যাহারের কথা ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) দেশবাসী ও কৃষকদের কাছে ক্ষমা চেয়েছিলেন। অর্থাৎ তিনি নিজের ভুল স্বীকার করেছেন।কিন্তু কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, তাঁর কাছে কৃষক মৃত্যুর কোনও তথ্যই নেই।”

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version