BSFও ‘ভুল বোঝাবুঝির’ কারণে গুলি চালায়, ফের সরব Udayan Guha

ফের বিএসএফ (BSF) নিয়ে সরব তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) । নাগাল্যান্ডে সেনাদের গুলি চালানোর প্রসঙ্গ টেনে বিধায়ক বলেন, “BSFও “ভুল বোঝাবুঝির” কারণে গুলি চালায়।”

আরও পড়ুন-AFSPA: নাগাল্যান্ডে ঘটনার পর ফের বিতর্কে আফস্পা, কী এই আইন?

এর আগে একাধিক রাজ্যে বিএসএফের কাজের সীমা বাড়িয়ে দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে বিধানসভায় আপত্তিজনক মন্তব্য করে ছিলেন উদয়ন গুহ। তার মধ্যেই এবার নতুন বিতর্ক। গত শনিবার সন্ধেয় সন্ত্রাসদমন অভিযান চলাকালীন নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে নিহত হন ১৪ জন নিরীহ গ্রামবাসী। এই ঘটনার পরেই উত্তপ্ত হয় নাগাল্যান্ড (Nagaland)।

আরও পড়ুন-Chanditala: চাঞ্চল্যকর মোড়! চণ্ডীতলায় ৩ খুনের মূল অভিযুক্তর দেহ উদ্ধার রেললাইনে

বিবৃতি দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah) বলেন, “জঙ্গি-তথ্য পেয়েই অভিযান চালায় সেনা বাহিনী। সেই সময় ওই এলাকায় একটি গাড়ি ঢুকে পড়ে। থামতে বললে গতি বাড়িয়ে পালাতে যায় গাড়িট। জঙ্গি সন্দেহে গাড়িতে গুলি চালায় সেনা। নিহত হন ১৪ জন গ্রামবাসী। পরে বোঝা যায়, পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আর সেই কারণেই ভুল বোঝাবুঝি হয়েছে।” নাগাল্যান্ডে গুলি চালানোর প্রসঙ্গ টেনে তৃণমূল উদয়ন গুহ (Udayan Guha) বলেন, অসম রাইফেলস এর মতো BSFও “ভুল বোঝাবুঝির” কারণে গুলি চালায়, ভবিষ্যতেও চালাবে। তৈরি থাকুন।”

আরও পড়ুন-KMC Election: পুরভোটের আগেই হেরে গিয়েছে বিজেপি, দলীয় বৈঠকে স্বীকার আইটি সেল প্রধানের

Previous articleভিকি-ক্যাটরিনার বিয়েতে ৭৫ রকম সবজি, ৭০ রকমের ফল !
Next articleএবি ব্যাংকের ১৫ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা হাইকোর্টের