Sunday, May 4, 2025

KMC 134: প্রতারণা করেছে দল, ক্ষোভে-চোখের জলে প্রার্থী পদ প্রত্যাহার বিজেপি নেত্রীর

Date:

Share post:

তিনি ভোটে দাঁড়াতে চাননি। দল কার্যত জোর করেই তাঁকে আসন্ন কলকাতা ভোটে (KMC Election) দাঁড় করিয়েছে। পাননি নিজের পছন্দের ১৩৩ নম্বর ওয়ার্ড। কিন্তু বিজেপি (BJP) তাঁর ইচ্ছার বিরুদ্ধে প্রার্থী করেছিল ১৩৪ নম্বর ওয়ার্ডে। দলের স্বার্থে সেটাও মেনে নিয়েছিলেন। তারপরও পাশে কাউকেও পাননি। রাজ্য কিংবা জেলা নেতৃত্ব ফোন তোলেনি। অগত্যা মাত্র একজনকে সঙ্গে নিয়ে জমা দিয়েছিলেন মনোনয়ন। এখানেই শেষ নয়, স্কুটিনির দিন একা গিয়েছিলেন। দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শংকর সিকদার লোক পাঠাবে বলেও পরে আর ফোন তোলেননি। তাই হতাশায়, অভিমানে, ক্ষোভে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন ১৩৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মুমতাজ আলী (Muntah Ali)।

দলের নেতাদের বিরুদ্ধে মুমতাজের স্পষ্ট অভিযোগ, “আমি ভোটে দাঁড়াতে চাইনি। আমি একজন সংখ্যালঘু মেয়ে। জোর করে ভোটে হারানোর জন্য আমাকে ১৩৪ নম্বর ওয়ার্ডে আমাকে প্রার্থী করেছে। প্রতাপ বন্দ্যোপাধ্যায়, শংকর সিকদার বলেছিলেন ১৩৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী করবেন। সেইমতো আমি বায়োডাটা পাঠাই। কিন্তু আমাকে ঠকিয়ে সেই ১৩৪ নম্বর ওয়ার্ডেই প্রার্থী করা হয়।”

তিনি আরও বলেন, “দলের স্বার্থে ১৩৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হই। একা মনোনয়ন জমা দিয়েছি। কেউ খোঁজ নেননি। কেউ ফোন তোলেননি। তাই প্রার্থী পদ প্রত্যাহার করি। বিজেপি এখন নিজেদের মুখ লোকাতে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে বলছে আমাকে ভয় দেখিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। আমি দলের নেতাদের উদাসীনতার শিকার। তাই মনোনয়ন প্রত্যাহার করেছি।”

এখানেই শেষ নয়। মুমতাজ আরও বলেন, “আমি পুরুষ নাকি মহিলা সেটাই জানে না দলের অনেক শীর্ষ নেতা-নেত্রী। আমাকে ফোন করে মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল বলছেন, ‘মুমতাজদা আছেন?’ আমি একজন সংখ্যালঘু মহিলা। খুব কঠিন জায়গা থেকে সাহসের সঙ্গে রাজনীতি করি। বিজেপি শুধু লোক দেখানো সংখ্যালঘুদের কথা বলে। ওরা আমাকে যেভাবে অপদস্থ করেছে, তাতে বলতে বাধ্য হচ্ছি, এই দলটির সংখ্যালঘু ও মহিলাদের প্রতি নূন্যতম সহানুভূতি পর্যন্ত নেই। ভবিষ্যতে এই দলটি করবো কিনা ভাবতে হবে।”

 

spot_img
spot_img

Related articles

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...