Wednesday, January 14, 2026

পুরভোট নিয়ে দ্বিচারিতা! প্রার্থী খুঁজে না পেয়ে অজুহাত দিচ্ছে বিজেপি: তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

পুরভোট নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পুরভোট নিয়ে বিজেপিকে কটাক্ষ করে কুণাল বলেন, পুর ভোটের আগেই হেরে বসে আছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যর কথায় শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। একদিকে বিজেপির রাজ্য নেতারা যখন কেন্দ্রীয়বাহিনী দিয়ে ভোট করানোর জন্য কমিশন থেকে আদালতে দৌড়চ্ছেন তখন অমিত মালব্যর এই মন্তব্যে বঙ্গ বিজেপির কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে। একই সঙ্গে প্রমাণিত তাঁদের দ্বিচারিতাও।

প্রসঙ্গত, বিজেপি প্রার্থীরা পুরভোটে প্রচার করতে পারছেন না। রাজ্য বিজেপির তরফে অমিত মালব্যর কাছে এই অভিযোগ করায় তিনি বলেন, এভাবে ভোট হয়না। ভোটের আগেই হেরে বসে আছেন আপনারা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপি তো প্রার্থীই খুঁজে পাচ্ছে না, মানুষ ওদের পাশে নেই। দলের সিনিয়র নেতারা ভয়ে ময়দান ছেড়ে পালিয়েছেন। ফলে বিজেপির মুখে এসব অভিযোগ মানায় না।

এই প্রসঙ্গে কুণাল আরও বলেন, অমিত মালব্য আসল কথাটা বলে দিয়েছেন। ভোটের আগেই তো হেরে বসে আছে বিজেপি। বিজেপি হারবে এটা জেনেই আগে থেকে এসব অজুহাত খাড়া করতে চাইছে। একুশের বিধানসভা ভোট কেন্দ্রীয়বাহিনী দিয়েই হয়েছে। তখন নির্বাচন কমিশন যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছিল। তাও বিজেপি গোহারা হেরেছে। বিজেপি এ রাজ্যের ভোটে কেন্দ্রীয়বাহিনী, সিসিটিভি, ভিভিপ্যাট চাইছে। উল্টোদিকে ত্রিপুরা বা অন্য রাজ্যে যেখানে তাঁরা ক্ষমতায় আছে সেখানে বলছে এসবের কোনও প্রয়োজনই নেই। এই দ্বিচারিতাই বিজেপির আসল রূপ দেখিয়ে দিয়েছে।

এর সঙ্গে কুণাল আরও বলেন, কয়েক মাস আগেই বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এ রাজ্যে বিজেপির কোনও ঠাঁই নেই, এবার তা হবে না। কলকাতার পুর পরিষেবা, উন্নয়ন, ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল রাজ্যের মানুষের পাশাপাশি শহর কলকাতার মানুষও পেয়েছেন এবং পাচ্ছেন। ফলে আগামীদিনে তাঁরা তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন। রাজ্যে যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে সেখানে বিজেপি, সিপিএম বা কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করতে চাইবে না জনগণ।

আরও পড়ুন- বঙ্গভঙ্গের দাবি বিজেপি বিধায়কের, রাজ্য সভাপতি-রাজ্যপাল চুপ কেন? বিজেপিকে ধুইয়ে দিলেন কুণাল

spot_img

Related articles

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...