Wednesday, December 3, 2025

পুরভোট নিয়ে দ্বিচারিতা! প্রার্থী খুঁজে না পেয়ে অজুহাত দিচ্ছে বিজেপি: তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

পুরভোট নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পুরভোট নিয়ে বিজেপিকে কটাক্ষ করে কুণাল বলেন, পুর ভোটের আগেই হেরে বসে আছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যর কথায় শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। একদিকে বিজেপির রাজ্য নেতারা যখন কেন্দ্রীয়বাহিনী দিয়ে ভোট করানোর জন্য কমিশন থেকে আদালতে দৌড়চ্ছেন তখন অমিত মালব্যর এই মন্তব্যে বঙ্গ বিজেপির কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে। একই সঙ্গে প্রমাণিত তাঁদের দ্বিচারিতাও।

প্রসঙ্গত, বিজেপি প্রার্থীরা পুরভোটে প্রচার করতে পারছেন না। রাজ্য বিজেপির তরফে অমিত মালব্যর কাছে এই অভিযোগ করায় তিনি বলেন, এভাবে ভোট হয়না। ভোটের আগেই হেরে বসে আছেন আপনারা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপি তো প্রার্থীই খুঁজে পাচ্ছে না, মানুষ ওদের পাশে নেই। দলের সিনিয়র নেতারা ভয়ে ময়দান ছেড়ে পালিয়েছেন। ফলে বিজেপির মুখে এসব অভিযোগ মানায় না।

এই প্রসঙ্গে কুণাল আরও বলেন, অমিত মালব্য আসল কথাটা বলে দিয়েছেন। ভোটের আগেই তো হেরে বসে আছে বিজেপি। বিজেপি হারবে এটা জেনেই আগে থেকে এসব অজুহাত খাড়া করতে চাইছে। একুশের বিধানসভা ভোট কেন্দ্রীয়বাহিনী দিয়েই হয়েছে। তখন নির্বাচন কমিশন যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছিল। তাও বিজেপি গোহারা হেরেছে। বিজেপি এ রাজ্যের ভোটে কেন্দ্রীয়বাহিনী, সিসিটিভি, ভিভিপ্যাট চাইছে। উল্টোদিকে ত্রিপুরা বা অন্য রাজ্যে যেখানে তাঁরা ক্ষমতায় আছে সেখানে বলছে এসবের কোনও প্রয়োজনই নেই। এই দ্বিচারিতাই বিজেপির আসল রূপ দেখিয়ে দিয়েছে।

এর সঙ্গে কুণাল আরও বলেন, কয়েক মাস আগেই বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এ রাজ্যে বিজেপির কোনও ঠাঁই নেই, এবার তা হবে না। কলকাতার পুর পরিষেবা, উন্নয়ন, ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল রাজ্যের মানুষের পাশাপাশি শহর কলকাতার মানুষও পেয়েছেন এবং পাচ্ছেন। ফলে আগামীদিনে তাঁরা তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন। রাজ্যে যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে সেখানে বিজেপি, সিপিএম বা কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করতে চাইবে না জনগণ।

আরও পড়ুন- বঙ্গভঙ্গের দাবি বিজেপি বিধায়কের, রাজ্য সভাপতি-রাজ্যপাল চুপ কেন? বিজেপিকে ধুইয়ে দিলেন কুণাল

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...