Sunday, November 9, 2025

Bipin Rawat: দেশ হারালো তার বীর সন্তানকে, জানুন CDS বিপিন রাওয়াতের কর্মজীবন ও সাফল্য

Date:

Share post:

তামিলনাড়ুর কন্নুর জেলায় হেলিকপ্টার দুর্ঘটনায়(Helicopter Crash) প্রয়াত হয়েছেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত(Bipin Rawat) সহ ১২ জন। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ। ইতিমধ্যে দেশের তিন সেনাবাহিনীর প্রধানের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অন্যান্য নেতৃত্বরা। আসুন দেখে নেওয়া যাক ভারত মায়ের এই বীর সন্তানের গৌরবময় কর্মজীবন…

উত্তরখণ্ড প্রদেশের পৌরি গাড়ওয়াল জেলায় ১৯৫৮ সালে জন্ম বিপিন রাওয়াতের। তাঁর পিতা লক্ষণ সিংও ছিলেন তাঁর মত সেনাবাহিনীর জেনারেল। রাওয়াত পড়াশোনা করেন ক্যামব্রিয়ান হল (দেহরাদুন), সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং অবশেষে ‘ভারতীয় সামরিক একাডেমী’তে। ভালো ফলাফলের জন্য ‘ভারতীয় সামরিক একাডেমী থেকে পান ‘শোর্ড অফ অনার’। এরপর তামিলনাড়ুর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষাবিদ্যায় এমফিল করেন। এবং কমিশন পান ১৯৭৮ সালের ১৬ ডিসেম্বর।

আরও পড়ুন:Copter-Crash: কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের তাবড় ব্যক্তিত্বের, রইল তালিকা

কর্মজীবনের শুরু তিনি করেছিলেন সেনাবাহিনীর ৫/১১ গোর্খা রাইফেলসে। এই রেজিমেন্টেই আজীবন কাজ করেছিলেন তাঁর বাবা। তবে বিপিন রাওয়াত থেমে থাকেননি। তার কর্মজীবনে এসেছে একে একে পদোন্নতি। সন্ত্রাসবিরোধী অভিযানে বিশেষ দক্ষতা ছিল বিপিন রাওয়াতের (Bipin Rawat)। মেজর হিসেবে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে কাজের অভিজ্ঞতা ছিল তাঁর। ১৯৭৮-এ ভারতীয় সেনার সেকেন্ড লেফটেন্যান্ট নির্বাচিত হন বিপিন রাওয়াত। এরপর ১৯৮০ সালে লেফটেন্যান্ট হন, ১৯৮৪ সালে ক্যাপ্টেনের পদ পান তিনি, ১৯৮৯ সালে মেজর পদে উন্নিত হন, ১৯৯৮ সালে হন লেফটেন্যান্ট কর্নেল, এবং সেখান থেকে ২০০৩ সালে কর্নেল। ২০০৯ সালে আবারও পদোন্নতি হয় বিপিন রাওয়াতের। পান ব্রিগেডিয়ারের পদ। ২০১১ সালে মেজর জেনারেল,২০১৪ সালে লেফটেন্যান্ট জেনারেল। এবং ২০১৭ সালে ভারতীয় সেনার প্রধান নির্বাচিত হন। সেনাবাহিনী প্রধান হওয়ার আগে তিনি ‘ভাইস চীফ অব আর্মি স্টাফ’ ছিলেন। ২০২০ সালে পান চিফ ডিফেন্স স্টাফের পদ।

তার এই দীর্ঘ ঈর্ষণীয় ৪৩ বছরের কর্মজীবনে বহু পদক অর্জন করেছেন তিনি। সেগুলি হল..

১.পরম বিশিষ্ট সেবা মেডেল
২.উত্তম যুদ্ধ সেবা মেডেল
৩.অতি বিশিষ্ট সেবা মেডেল
৪.যুদ্ধ সেবা মেডেল
৫.সেনা মেডেল
৬.বিশিষ্ট সেবা মেডেল
৭.বিদেশ সেবা মেডেল
শুধু তাই নয়, তিনি রাস্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্যও ছিলেন। কঙ্গো প্রজাতন্ত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীর একটি ব্রিগেডেরও নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডে একাধিক সামরিক অভিযান পরিচালনার অভিজ্ঞতা ছিল তার।

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...