Monday, August 25, 2025

Pratima Mandal: ‘ব্যবস্থা নেওয়া হলেও আটকানো যাচ্ছে না কয়লা চুরি’, প্রতিমার প্রশ্নে স্বীকার করল কেন্দ্র

Date:

দেশে প্রতি বছর কী পরিমান কয়লা চুরি এবং কয়লার কালোবাজারি হয় সে ব্যাপারে বিস্তারিত জানানো হোক। বিগত তিন বছরে কি পরিমাণ কয়লা চুরি হয়েছে? চুরির কারণে প্রতি বছরে সরকারের কি পরিমাণ রাজস্ব নষ্ট হচ্ছে। কয়লা চুরি ও কয়লার কালোবাজারি বন্ধ করতে সরকার কী ব্যবস্থা নিয়েছে? বুধবার কয়লা ও খনি মন্ত্রীর কাছে এই প্রশ্নগুলি রাখেন তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমা মণ্ডল।

তৃণমূল কংগ্রেস সাংসদের ওই প্রশ্নের উত্তরে সংসদ বিষয়ক তথা কয়লা ও খনি মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, গোটা দেশে বিভিন্ন খনি থেকে প্রতিদিনই বেশ কিছু পরিমান কয়লা চুরি যায়। অত্যন্ত গোপনে এই কাজটি করা হয়। তাই কী পরিমান কয়লা চুরি যাচ্ছে বা তার মূল্য কত তার সঠিক হিসাব করা অত্যন্ত কঠিন এক বিষয়। তবে এই চুরি বন্ধ করতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসন একযোগে একাধিক ব্যবস্থা নিয়েছে। খনি ও সংলগ্ন এলাকায় নিয়মিত তল্লাশি অভিযান চালানো হয়।

এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী এদিন কয়লা চুরির বিষয়টি রাজ্য সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা হল রাজ্যের ব্যাপার। তাই এধরনের চুরি-ডাকাতি বন্ধ করা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। কয়লা চুরি বন্ধ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ও খনি সংলগ্ন এলাকায় সিসিটিভি বসানো হয়েছে। বিভিন্ন কাঁটাযন্ত্রের সামনেও লাগানো হয়েছে সিসি ক্যামেরা। স্থানীয় সমাজবিরোধী বা কয়লা মাফিয়াদের গতিবিধির উপরেও সতর্ক নজর রাখছেন সিআইএসএফ জওয়ানরা। চুরির ঘটনায় নিয়মিত এফআইআরও দায়ের করা হয়। এই চুরি বন্ধ করতে রাজ্য ও জেলা প্রশাসনগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলে কেন্দ্রীয় কয়লা মন্ত্রক।

কেন্দ্রীয় মন্ত্রী এদিন পরিসংখ্যান উল্লেখ করে জানান, ২০২১-২২ অর্থবর্ষে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে ১৪৮৯৭.২২ টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত কয়লার আনুমানিক মূল্য প্রায় ৬৬৫.৮৩ লাখ টাকা। এই চুরির ঘটনায় গোটা দেশে ৬২ টি এফআইআর দায়ের করা হয়েছে। মন্ত্রীর পরিসংখ্যান থেকে আরও জানা গিয়েছে, দুই ২০২০-২১ অর্থবর্ষে গোটা দেশে ১৬৭৭৪.৩৮ টন কয়লা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮০৩.৬৫ লক্ষ টাকা। সারা বছর বিভিন্ন রাজ্যে ৭২টি এফআইআর দায়ের করা হয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে গোটা দেশে ২৩২৯৬.২৪ টন কয়লা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া কয়লার আনুমানিক মূল্য.১১১৯.০১৮ লাখ টাকা। ওই চুরির ঘটনায় ২৭টি এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- Copter-Crash: কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের তাবড় ব্যক্তিত্বের, রইল তালিকা

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version