Wednesday, May 7, 2025

প্রত্যাহার করা হবে সব মামলা, আন্দোলন তুলতে কৃষকদের প্রস্তাব কেন্দ্রের

Date:

লাগাতার সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া কৃষকদের(Farmers) কাছে এবার আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য নয়া প্রস্তাব পাঠানো হলো কেন্দ্রের(Central) তরফে। কেন্দ্রের এই প্রস্তাবে জানানো হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সকল মামলা চলছিল সেই সমস্ত মামলা তুলে করে নেওয়া হবে। তবে কেন্দ্রের এই প্রস্তাব কতখানি গ্রহণযোগ্য হবে কৃষকদের কাছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গত মঙ্গলবার আন্দোলনকারী কৃষকদের কাছে প্রস্তাব পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়েছিল ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের জন্য কমিটি গঠন করবে সরকারপক্ষ। তবে সরকারের এই প্রস্তাবের পাশাপাশি কৃষকদের তরফে দাবি তোলা হয়েছিল, কৃষি আইন নিয়ে বিক্ষোভের সময় কৃষকদের বিরুদ্ধে যে সকল মামলা করা হয়েছিল তা সব প্রত্যাহার করতে হবে। এছাড়াও খড় বিচালি পোড়ালে কৃষকদের শাস্তি দেওয়ার যে আইন সেটাও বাতিল করতে হবে। মঙ্গলবার সরকার কৃষকদের এই দাবি নিয়ে টালবাহানা করলেও ২৪ ঘণ্টার মধ্যে সরকারের তরফে জানানো হয় তাদের এই দুই দাবি মেনে নেওয়া হচ্ছে। এবং বুধবার কেন্দ্রীয় সরকার কৃষকদের নতুন এক প্রস্তাব পাঠিয়েছে বলে এদিন জানান সংযুক্ত কৃষাণ মোর্চার অন্যতম সদস্য অশোক ধাবালে। যদিও সরকারের কাছে কৃষকদের তরফে আরও জানানো হয়েছিল, আন্দোলন চলাকালীন যে ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং নয়া বিদ্যুৎ আইন সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। তবে সরকার এ বিষয়ে কোনো রকম উচ্চবাচ্য করেননি বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:KMC Election: দলীয় নির্দেশ অমান্য করায় সচ্চিদানন্দ ও তনিমাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

এদিকে সংযুক্ত কিসান মোর্চার তরফের জানা গিয়েছে, কেন্দ্রের নয়া প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে তারা। আলোচনা শেষে তাঁদের সিঙ্ঘু সীমানায় গিয়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে সিদ্ধান্ত ঘোষণার কথা। সে ক্ষেত্রে ১৫ মাস ধরে চলা এই কৃষক আন্দোলনের পরিণতি কী হবে তা নিয়েও সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা।

Related articles

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...
Exit mobile version