Helicopter: টেকনিক্যালি অত্যন্ত উন্নত Mi-17V5 কপ্টার, সেনাবাহিনীর কী কী কাজে ব্যবহার হয়?

ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী। অধিক ভার বইতে পারে। রাতের অন্ধকারে অনায়াস গতিবিধি এবং উন্নততর নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রসিদ্ধ Mi-17V5

সেনাবাহিনীর Mi-17V5 কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক মৃত্যু হয়েছে CDS বিপিন রাওয়তের। তবে, এরকম কপ্টার ভেঙে পড়ায় আশ্চর্য অনেকেই। কারণ, রাশিয়ায় তৈরি এই সেনা Mi-8-এর উন্নততর সংস্করণ। এই কপ্টারের বিশেষত্ব, ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী। অধিক ভার বইতে পারে। রাতের অন্ধকারে অনায়াসে চলাচল করে। উন্নততর নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রসিদ্ধ এই কপ্টার। সাধারণত বিশেষ ব্যক্তিদেরই সেনাবাহিনীর এই কপ্টারে যাতায়াত করানো হয়।

একনজরে Mi-17V5 কপ্টারের বিভিন্ন কাজ:

• ২০০৮-এ রাশিয়ান কোম্পানি Rosoboronexport ভারতে চুক্তি অনুযায়ী ৮০টি Mi-17V5 কপ্টার ভারতকে সরবারহ করে রাশিয়া।

• Mi-8/17 সিরিজের প্রযুক্তির দিক থেকে সবচেয়ে উন্নত এই কপ্টার।

• এই কপ্টারটির প্রধান কাজ এয়ার ড্রপ। মাটিতে থাকা কোনও টার্গেটে আঘাত করতে সক্ষম। আহতদের তুলে আনতে পারে

• রকেট, কামান ও ছোট অস্ত্র বহন ক্ষমতা আছে।

• যে কোনও সময়ে অপারেশন চালাতে পারে।

• যে কোনও আবহাওয়ার উড়তে সক্ষম।

• স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে যে কোনও পাহাড়ি ও মরুভূমির মতো উত্তপ্ত এলাকায় হামলা চালাতে সক্ষম।

• সেনা জওয়ান, মালপত্র, যন্ত্রপাতি পরিবহণের কাজে ব্যবহার করা হয়। কপ্টারটির বাইরের ঝুলিয়ে নিয়ে যাওয়া যায় মালপত্র।

আরও পড়ুন- দেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে মিলছে ৮ হাজার মেগাওয়াট,কল্যাণের প্রশ্নে জানাল কেন্দ্র

 

Previous articleদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে মিলছে ৮ হাজার মেগাওয়াট,কল্যাণের প্রশ্নে জানাল কেন্দ্র
Next articleজেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বেই মায়ানমার ও পাকিস্তানে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক