ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ১৫৭ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৫৮,৮০৭.১৩ (⬆️ ০.২৭%)

🔹নিফটি ১৭,৫১৬.৮৫ (⬆️ ০.২৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। বৃহস্পতিবার ১৫৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৪৭ পয়েন্ট।

বৃহস্পতিবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ১৫৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৫৭.৪৫ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৮০৭.১৩। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৪৭.১০ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৫১৬.৮৫।

 

Previous articleত্রিপুরায় শাসকের ‘রোষানলে’ পড়া সেই ২ সাংবাদিককে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট
Next articleOmicron আতঙ্ক: আন্তর্জাতিক উড়ানের উপর ৩১ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ালো কেন্দ্র