Wednesday, December 3, 2025

এই প্রথম Gangasagar মেলার জন্য কপ্টার ভাড়া নিচ্ছে পরিবহন দফতর!

Date:

Share post:

এই প্রথমবার গঙ্গাসাগর (Gangasagar) মেলার জন্য হেলিকপ্টার ভাড়া নিচ্ছে রাজ্য পরিবহন দফতর। তার জন্য টেন্ডারও ডাকা হয়েছে। ৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত দরপত্র জমা দিতে পারবে সংশ্লিষ্ট কপ্টার সংস্থাগুলি যারা সরকারকে গঙ্গাসাগর (Gangasagar) মেলায় কপ্টার ভাড়ায় দিতে চায়। মেডিক্যাল এমারজেন্সি সামাল দেওয়ার জন্যই এই ভাবনা৷

আগামী ১০ জানুয়ারি থেকে গঙ্গাসাগরে বিভিন্ন জায়গা থেকে সাধুসন্নাসী ও পুণ্যার্থীরা আসতে শুরু করবে। এরপর রয়েছে মকর সংক্রান্তি। কয়েক লক্ষ মানুষের যাতায়াতে প্রতি বছর সরগরম থাকে গঙ্গাসাগর। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সমন্বয়ে সুষ্ঠুভাবে যাতে গঙ্গাসাগর মেলা সম্পন্ন করা যায় তার জন্য বিভিন্ন মন্ত্রীকে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়। মাঝে কোভিডের জন্য লোকসমাগম কম হলেও সরকার সব ব্যবস্থাই রেখেছিল। সন্ন্যাসীদের থাকার ঘর, শৌচালয়, চিকিৎসাকেন্দ্র, চিকিৎসকদের টিম, পর্যাপ্ত ওষুধ এই সব ব্যবস্থাই করা হয় প্রতি বছর। কয়েকবছর ধরে রাখা হচ্ছে দ্রুতগামীর স্পিডবোটও। যদি কোনও পুণ্যার্থী আচমকা অসুস্থ হয়ে পড়েন তাকে যাতে অল্প সময়ে কলকতায় আনা যায় চিকিৎসার জন্য।

আরও পড়ুন-Madhulika Rawat: ‘বন্ধু’ মধুলিকাকে হারিয়ে শোকস্তব্ধ শহিদ জওয়ানের স্ত্রীরা, স্বজনহারার বেদনা সোহাগপুরের রাজপরিবারে

তবে গঙ্গাসাগর মেলার জন্য কপ্টার নিসন্দেহে নতুন মাত্রা যোগ করবে। আপাতত একটি কপ্টারের জন্যই টেন্ডার ডাকা হয়েছে৷ মূলত এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে। এছাড়াও হঠাৎ কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে কপ্টার ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে। প্রয়োজনে কাউকে দ্রুত উড়িয়ে কলকাতায় আনা যাবে।

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) নিজে গঙ্গাসাগর মেলার তদরকিতে যান। সেখানে থেকে মেলা শুরুর আগে সবদিক খতিয়ে দেখেন। ফলে সবদিক বিবেচনা করেই পরিবহণ দফতর কপ্টার ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...