Mamata Benarjee: রাজ্যের আইনশৃঙ্খলায় যেন নাক না গলায় BSF: কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে নজরদারির নির্দেশ মমতা

BSF-এর এক্তিয়ার নিয়ে ফের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

নদিয়ার সীমান্ত অঞ্চলে রয়েছে BSF-এর এক্তিয়ার। কিন্তু তারা যেন জেলার ভিতরে ঢুকে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে নাক না গলায়। বৃহস্পতিবার, কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছেন মমতা।

নদিয়ার করিমপুর। কৃষ্ণনগর থেকে ৮০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের কাছে। এই বিস্তৃর্ণ অঞ্চল রয়েছে বিএসএফের অধীনের। কিন্তু কোনও মতেই যে তারা নিজেদের এক্তিয়ারের বাইরে যেতে মনা পারে সে জন্য পুলিশ-প্রশাসনের পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আর আবু তাহেরকে এই বিষয়ে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, BSF তাদের কাজ করবে, আর পুলিশ তাদের কাজ করবে।

আরও পড়ুন-জানেন কি বেশ কিছু নাম বিভিন্ন দেশে রাখা যায় না ! 

এর আগেও বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিষয়ে নিয়ে সরব হয়েছেন মমতা। এতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত লাগবে বলে মত তাঁর। প্রশাসনিক বৈঠকে গিয়েও যে জেলায় সীমান্ত রয়েছে সেখানে প্রশাসনকে সতর্ক করছেন মুখ্যমন্ত্রী।

 

 

Previous articleএই প্রথম Gangasagar মেলার জন্য কপ্টার ভাড়া নিচ্ছে পরিবহন দফতর!
Next articleIndian Team: টি-২০, একদিনের ক্রিকেটে রোহিতের ডেপুটি হিসাবে উঠে এল এই ক্রিকেটারের নাম