Saturday, August 23, 2025

জেনারেল বিপিন রাওয়াতসহ ১৩ জনের মরদেহে শেষশ্রদ্ধা প্রধানমন্ত্রীর, শুক্রবার বিকেলে শেষকৃত্য

Date:

দেশ হারিয়েছে তার বীর সন্তানকে। বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত(Bipin Rawat) ও তাঁর স্ত্রী। এই দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় তামিলনাড়ু থেকে এই ১৩ জনের মরদেহ এসে পৌঁছয় দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে। সেখানেই এদিন জেনারেল বিপিন রাওয়াত সহ অন্যান্যদের মরদেহে শেষশ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh), ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাশাপাশি শ্রদ্ধা জানালেন তিন সেনাবাহিনীর প্রধানরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দিল্লির সেনা হাসপাতালের রাখা হবে মরদেহগুলি। শুক্রবার সকালে সেনা হাসপাতাল থেকে জেনারেল রাওয়াতের দিল্লির বাড়িতে থাকবে তাঁর মরদেহ। সেখানে সকাল ১০.৩০ থেকে দুপুর ১.৩০ পর্যন্ত সাধারণমানুষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁকে। এরপর বিকেলে দিল্লি ক্যান্টনমেন্টে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে সিডিএস বিপিন রাওয়াতের। অন্যদিকে আজই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুন:Omicron আতঙ্ক: আন্তর্জাতিক উড়ানের উপর ৩১ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ালো কেন্দ্র

অন্যদিকে, দুর্ঘটনার পর আজই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অভিশপ্ত সেই হেলিকপ্টারের ব্ল্যাকবক্স। ইতিমধ্যেই তা পাঠানো হয়েছে তদন্তকারীদের কাছে। কিভাবে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটলো তার রহস্য উন্মোচিত হবে এই ব্ল্যাকবক্স থেকে। পাশাপাশি এই বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল তাকে স্থানান্তর করা হয়েছে ব্যাঙ্গালুরুতে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তিন বাহিনীর যৌথ তদন্ত কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে বায়ুসেনা। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং।

উল্লেখ্য, তামিলনাড়ু ওয়েলিংটন ডিফেন্স কলেজ থেকে ১৩ জনের মরদেহ সুলুরে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। জানা গিয়েছে, একটি অ্যাম্বুল্যান্স ও একটি পাইলট পুলিশ ভ্যান দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আহত হন ৭ জন পুলিশ কর্মী। তাঁদের স্থানীয় মেট্টুপালায়ম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর অন্য অ্যাম্বুল্যান্সে সরিয়ে নেওয়া হয় দেহ।

Related articles

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...
Exit mobile version