Saturday, January 31, 2026

M17-v5: শেষপর্যন্ত পাওয়া গেল M17-v5 হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স

Date:

Share post:

গতকাল বেলা ১২টার কিছু পরে কুন্নুরে ভেঙে পড়েছিল দেশের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের এমআই সেভেন্টিন ভি ফাইভ কপ্টার।  এরপরেই প্রশ্ন ওঠে, ভারতীয় বায়ুসেনার সবচাইতে নির্ভরযোগ্য M17-v5 হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল কীভাবে?

তথ্য বলছে, হাজার মিটার উচ্চতাই হোক বা নিশ্চিদ্র রাতে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য এলিট বাহিনীকে সীমান্তের কাছাকাছি পৌঁছে দেওয়া সমস্ত রকম প্রতিকূলতা সত্বেও উড়তে সক্ষম বায়ুসেনার এই বিশেষ হেলিকপ্টার।

স্থানীয় পর্যটকের তোলা কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, আকাশে ঘন কুয়াশা। তার মধ্যে পাক খাচ্ছে কপ্টারটি। মেঘের ফাঁকে তা হারিয়ে যাচ্ছে ঘনঘন।

তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি খারাপ আবহাওয়াই এই দুর্ঘটনার কারণ? বৃহস্পতিবার সকাল ১০টা তেও ওই এলাকায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। নাকি কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কপ্টারটিতে? তা জানতে খোঁজ চলছিল ব্ল্যাক বক্সের। শেষপর্যন্ত, পাওয়া গিয়েছে ব্ল্যাক বক্সটিও।

কী এই ব্ল্যাক বক্স?

এই বক্স আসলে দুটি কমলা রঙের মেটালিক বাক্স। যার মধ্যে থাকে রেকর্ডার। ১৯৫০ সাল থেকে এই বক্স ব্যবহার করা চালু হয়। কোনও বিমান দুর্ঘটনার মুখোমুখি হলে ঠিক কী কারণে বিপদের সম্মুখীন হতে হয়েছিল তা আগে বোঝা সম্ভব হত না তদন্তকারীদের পক্ষে। দুর্ঘটনার আগের মুহুর্তে বিমানে কী হয়েছিল তাও জানা সম্ভব ছিল না। তাই এই ‘ব্ল্যাক বক্স’ ব্যবস্থা রাখা হয় বিমানে।

প্রথমে মেটালিক স্ট্রিপে রেকর্ড হত বিমানের ভেতরের সমস্ত ঘটনা। যাতে জলে কিংবা আগুনের কবলে পড়লেও নষ্ট না হয় তথ্য। পরবর্তীতে উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ড্রাইভ এবং মেমরি চিপ রাখা থাকে ব্ল্যাক বক্সে।

তামিলনাড়ু ও কর্ণাটক সীমানায় নীলগিরি পাহাড়ে গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বায়ুসেনার MI-17 কপ্টারটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আছড়ে পড়ার আগেই তাতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে বায়ুসেনার অত্যাধুনিক কপ্টার। মাটি থেকে প্রায় ২০ ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল আগুনের শিখা।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে খোঁজ চলছিল ব্ল্যাক বক্সের।সব প্লেনেই দু’রকমের ব্ল্যাক বক্স রাখা থাকে। এটাই নিয়ম। একটা হল- ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) এবং অপরটি হল ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)। কোনও দুর্ঘটনা হলে এই দুই রেকর্ডিং থেকে কী ঘটেছিল সেটার একটা ছবি ভেসে ওঠে তদন্তকারীদের সামনে। ফ্লাইট ডেটা রেকর্ড থেকে পাওয়া যায় অক্ষাংশ-দ্রাঘিমাংশের হিসেব, কোনদিকে যাচ্ছিল বিমান, কত স্পিড ছিল এমন মোট ৮০ রকমের তথ্য পাওয়া যায়।

spot_img

Related articles

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...