UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অঘটন, গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বার্সা

বুধবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে ০-৩ গোলে হারল জাভি হার্নান্ডেজের দল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) অঘটন। চ‍্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল এফসি বার্সেলোনা (Barcelona)। বুধবার রাতে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) কাছে ০-৩ গোলে হারল জাভি হার্নান্ডেজের দল। এই হারের ফলে ই গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল তারা। ৬ ম্যাচে বার্সার সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। ২১ বছরে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বার্সেলোনা।

বুধবারের ম‍্যাচে প্রথম থেকেই বার্সেলোনার বিরুদ্ধে দাপট দেখায় বায়ার্ন। যার ফলে ম‍্যাচের ৩৪ মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন টমাস মুলার। রবার্ট লেয়নডস্কির ক্রস থেকে হেডে গোল করে যান মুলার। এরপর ম‍্যাচের ৪৩ মিনিটের মাথায় গোল করে বায়ার্নকে ২-০ এগিয়ে দেন লেরয় সানে। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকে বায়ার্ন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় থাকে বায়ার্নের। যার ফলে ম‍্যাচের ৬২ মিনিটের মাথায় গোল করেন বায়ার্নকে ৩-০ এগিয়ে দেন  জামাল মুসিয়ালা। গোটা ম্যাচে মাত্র দু’বার গোলের মধ্যে শট রাখে বার্সা। কিন্তু ম্যানুয়েল নুয়্যারকে পরাস্ত করতে পারেননি ডেম্বেলেরা।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Previous articleM17-v5: শেষপর্যন্ত পাওয়া গেল M17-v5 হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স
Next articleHelicopter Accident:বিপিন রাওয়াতের সঙ্গে কপ্টার দুর্ঘটনায় মৃত বাংলার সৎপাল রাই, শোকস্তব্ধ দার্জিলিং