সামনেই বিশ্বকাপ, তার আগে দল নিয়ে বৈঠক রোহিত-আগরকারের : সূত্র

সূত্রের খবর, এই বৈঠকে সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে আলোচনা হতে পারে অধিনায়ক এবং প্রধান নির্বাচকের মধ্যে ।

সামনেই টি-২০ বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে থেকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর সূত্রের খবর, ভারতীয় দল নিয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলোচনা করতে শনিবার দিল্লি উড়ে গিয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকার। জানা যাচ্ছে, রোহিতের সঙ্গে বৈঠক করতেই দিল্লি গিয়েছেন তিনি।কারণ সামনেই বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের দল নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। কারণ বুধবারের মধ্যে দল ঘোষণা করতে হবে প্রতিযোগী দেশগুলিকে। আর তাই দল চূড়ান্ত দল নিয়ে আলোচনা করতেই রোহিতের সঙ্গে বৈঠকে বসছেন আগারকার।

সূত্রের খবর, এই বৈঠকে সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে আলোচনা হতে পারে অধিনায়ক এবং প্রধান নির্বাচকের মধ্যে । মনে করা হচ্ছে এই আলোচনার মূল বিষয় হতে পারেন হার্দিক পান্ডিয়া। কারণ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক এখনও মেলে ধরতে পারেননি নিজেকে। আর সূত্রের খবর , হার্দিক-এর পারফরম্যান্সে তেমন খুশি নন প্রধান নির্বাচক। তবে সূত্রের খবর, হার্দিককে ১৫ জনের দলে রাখা হবে।দলে সুযোগ পাবেন রিঙ্কু সিং এবং শিবম দুবের মধ্যে যেকোন এক ক্রিকেটার। অপর দিকে আলোচনা হতে পারে দ্বিতীয় উইকেটরক্ষক নিয়েও। কারণ জানা যাচ্ছে, প্রথম উইকেটরক্ষক হিসেবে আগরকারের প্রথম পছন্দ ঋষভ পন্থ।। তাই পন্থের জায়গা পাকা। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে লোকেশ রাহুলের সঙ্গে মূল লড়াই সঞ্জু স্যামসনের। কারণ লখনৌ সুপার জায়ান্টস অধিনায়কের প্রতি আস্থা রয়েছে রোহিতের। আবার টি-২০ ক্রিকেটে কোচ রাহুল দ্রাবিড়ের বেশি পছন্দ রাজস্থান রয়্যালসের অধিনায়ককে। তাই দ্বিতীয় উইকেটরক্ষক নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আলোচনায় আছেন ফর্মে থাকা তিলক বর্মাও। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর অফ স্পিনকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হতে পারে। এদিকে তৃতীয় স্পিনার হিসাবে দলে থাকার লড়াইয়ে আছেন অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই। তবে জানা যাচ্ছে, আইপিএলে ভাল ফর্মে থাকলেও যুজবেন্দ্র চ্যাহাল সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। ব্যাটের হাত ভাল না হওয়ায় তাঁকে বিশ্বকাপের দলে চাইছেন না দ্রাবিড়। সূত্রের খবর, বিশ্বকাপের ১৫ জনের দলের ১০টি জায়গা কার্যত চূড়ান্ত করে ফেলেছেন জাতীয় নির্বাচকেরা। তাতে সায় রয়েছে কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিতেরও। আলোচনা হবে বাকি পাঁচটি জায়গার জন্য। এদিকে মনে করা হচ্ছে, আগামী ১ মে বিশ্বকাপের দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।এখন দেখার বিশ্বকাপের দরজা কাদের জন্য খোলে।

আরও পড়ুন-ফের শাস্তি পেলেন ঈশান কিষাণ, কি করলেন মুম্বইয়ের উইকেটরক্ষক?

Previous articleপ্রধানমন্ত্রীকে ভোট দিন! বিয়ের কার্ডে মোদির প্রচার করে বিতর্কে বর-কনে
Next articleগুজরাট ও রাজস্থান থেকে ৩০০ কোটি টাকার ‘মিঁয়াও মিঁয়াও’ উদ্ধার,ধৃত ১৩