Tuesday, May 6, 2025

Katrina Vicky Wedding: আজ বহু প্রতীক্ষিত ভিকি-ক্যাটরিনার বিয়ে, চারহাত এক হবে কখন?

Date:

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই সাতপাঁকে বাঁধা পড়বেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের যোধপুরের সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টের প্রতিটি প্রান্ত আলোর রোশনাই-এ ঝলমল করছে। চারিদিকে যেন সাজো সাজো রব। ইতিমধ্যেই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন দু’জনের পরিবার-পরিজন এবং কবীর খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদীর মতো তারকারা। হিন্দু রীতি মেনেই শুরু হবে বিয়ে।

আরও পড়ুন:Tejashwi Yadav: হাইপ্রোফাইল বাগদান: লালু-পুত্র তেজস্বীর সঙ্গে আংটি-বদল ছোটবেলার বান্ধবীর!

সূত্রের খবর, পাঞ্জাবী রীতি মেনে বিয়ে হবে আজ দুপুর সাড়ে তিনটে থেকে পৌনে চারটের মধ্যে। দু’জনের ধর্মকে প্রাধান্য দিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তবে তার আগেই বেলা সাড়ে ১২টা নাগাদ ক্যাটরিনা-ভিকির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে নাচ-গান দিয়ে। যোগ দিয়েছেন দুই তারকার আত্মীয় এবং ঘনিষ্টরা। জানা গেছে, হাইপ্রফাইলের পরিবারের সদস্যরা যেতে পারেন রনথম্ভোরের জঙ্গল সাফারিতে। সেখানে ভিকি-ক্যাটরিনাও থাকতে পারেন বলে খবর।

হাইপ্রোফাইল বিয়ের আসর বসছে রাজস্থানের যোধপুরের সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টে। গোপনীয়তা রক্ষা করে চলছে বিয়ের আয়োজন। উঁকি ঝুঁকিও যাতে কেউ না দিতে পারে তাই মুড়ে ফেলা হয়েছে গোটা ফোর্ট। নিশ্চিদ্র গোপনীয়তায় চলছে বিয়ের অনুষ্ঠান। তবে এরই মধ্যে জানা গেল বিয়ের পেটপুজোর মেনু। রাজকীয় আয়োজন করেছেন দুই হাইপ্রোফাইল তারকা। আগেই জানা গিয়েছিল তাঁরা নিজেই বিয়ের মেনু তৈরি করেছেন। জানেন কি সেই মেনুতে কী আছে?

কাবাব, মাছের থালি ,রাজস্থানি বিখ্যাত ডাল বাটি চুরমা থেকে ১৫ রকমের ডাল-কী নেই মেনুতে? সূদুর বিদেশ থেকে আনানো হচ্ছে ফল থেকে সব্জি। শুধুমাত্র হলদি অনুষ্ঠানেই রয়েছে,  মেওয়া কচুরি, গোঁদ পাক, ডাল বরফি, গুজরাতি বাখলয়া, কাজু পান, চকো বাইটের মতো একাধিক মিষ্টি। পাশাপাশি রয়েছে শিঙারা এবং কচুরিও। তারইসঙ্গে রয়েছে রাজস্থানের বিখ্যাত কচুরিও। শুধুমাত্র বিয়ের কেকই হবে ফাইভ টাওয়ারের। সব মিলিয়ে এলাহি আয়োজনের মধ্যে দিয়ে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভিকি-ক্যাটরিনা।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version