Thursday, November 13, 2025

গুলির শব্দে শুক্রবার ঘুম ভাঙলো দক্ষিণ শহরতলীর রিজেন্ট পার্ক(regent Park) এলাকাবাসীর। গুলিতে গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। বর্তমানে এসএসকেএম(SSKM) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। ইতিমধ্যেই এই গুলিকাণ্ডে ভিক্টর ভট্টাচার্য নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ(police)।

জানা গিয়েছে শুক্রবার ভোর প্রায় পৌনে পাঁচটা নাগাদ রিজেন্ট পার্ক থানা এলাকার দক্ষিণ আনন্দপল্লীতে গুলি চলে। পুলিশ সূত্রে খবর, অভিজিৎ মল্লিক এবং পঙ্কজ সাহা নামে দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি (Gun shot) চালায় ধৃত ভিক্টর এবং তার আরেক সঙ্গী। অভিজিতের পেটে গুলি লাগে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে পঙ্কজের পেট এবং উরু জখম হয়। তাঁদের চিৎকার শুনে দ্রুত প্রতিবেশীরাই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসএকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানকার ট্রমা কেয়ার সেন্টার দু’জনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অভিজিৎ এবং পঙ্কজের শরীরে অস্ত্রোপচার করে গুলি বের করা হবে।

আরও পড়ুন:KMC 108: ১০৭-এর পর এবার সুশান্তর আলোয় আলোকিত হতে চায় ১০৮

স্থানীয় সূত্রের খবর, এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত ভিক্টর। বিল্ডার্সের ব্যবসার হয়েছে তার মাঝে মধ্যেই এই ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিজেদের মধ্যে বচসা হয়। শুক্রবার সকালে এইগুলি কান্ডের ঘটনায় পিছনে ব্যবসাসংক্রান্ত কারণ দেখছে স্থানীয়রা।ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version