Saturday, August 23, 2025

পারিবারিক পরম্পরা বজায় রেখে পৃথক দল থেকে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা দুই ভাইয়ের

Date:

বাড়িতে ভাতৃত্বের বন্ধন, একান্নবর্তী পরিবার। অথচ বাড়ির দরজা পার হলেই তারা যুযুধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আলাদা প্রতীক, আলাদা দল। কলকাতা পুরসভা নির্বাচনে(KMC Election) একজন দাঁড়িয়েছেন তৃণমূলের(TMC) প্রতীকে অন্যজন বিজেপির(BJP)। সিনহা বাড়ি দুই পুত্রের এই রাজনৈতিক লড়াই এখন হয়ে উঠেছে প্রতিবেশীদের চর্চার বিষয়। যদিও সিনহা বাড়িতে এই ঘটনা অবশ্য পারিবারিক পরম্পরা।

সিনহা বাড়ির বড় ছেলে রাজেশ সিনহা ২৫ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী হয়ে। অন্যদিকে ছোট ছেলে রাজীব সিনহা প্রার্থী হয়েছেন ৪১ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে। দুই ভাইয়ের এহেন প্রতিদ্বন্দ্বীতা ঘরের বাইরে চর্চার বিষয় হয়ে উঠলেও রাজনীতিকে বাড়ির চৌকাঠের বাইরে রেখেছেন দুই ছেলে, দুই বউমা, নাতি-নাতনিদের নিয়ে সুখের সংসার করা রাজেশ-রাজীবের মা আশাদেবী। দুই ছেলেকে নিয়ে রীতিমতো গর্বিত আশা দেবী বলেন, ‘ওরা পারিবারিক পরম্পরা বজায় রেখেছে।’ আশাদেবীর স্বামী ছিলেন আদ্যোপান্ত কংগ্রেস নেতা। হয়েছিলেন জগদ্দলের বিধায়ক। তিনি প্রয়াত। কিন্তু তাঁর ফ্ল্যাটের দরজায় এখনও জ্বলজ্বল করছে অনয়গোপাল সিনহার নেমপ্লেট। নীচে লেখা ‘এক্স এমএলএ’। অন্যদিকে, ভাশুর জনতা দল করতেন। দু’বার জোড়াসাঁকো কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন।

আরও পড়ুন:KMC 108: ১০৭-এর পর এবার সুশান্তর আলোয় আলোকিত হতে চায় ১০৮

যদিও দুই ছেলে দুটি আলাদা দল করলেও মা আশা দেবী কোন দলের সমর্থক? কাকেই বা ভোট দেবেন তিনি? সাবধানী আশা দেবী বলেন, “দুই ছেলে দুই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটাই রক্ষে! না হলে একজনকে বাছতে হলে বিড়ম্বনায় পড়তে হতো। আমি চাই, ওরা দু’জনই জিতুক। সেটাই চাই”। পাশাপাশি এই প্রতিদ্বন্দিতা প্রসঙ্গে রাজেশ বলেন, “ছোটবেলা থেকে বাবা ও জেঠুকে দেখে বড় হয়েছি। ওঁরা দু’জন দুই দলের সদস্য হলেও পরিবারে তার প্রভাব পড়েনি। আমরা সেভাবেই এগিয়ে চলেছি।” এক সুর রাজীবের গলাতেও। বললেন, “পরিবার আর রাজনীতি— দু’টি আলাদা জায়গা। রাজনীতির আলোচনা সদর দরজার ওপারে। এপারে পুরোটাই কমফোর্ট জোন।”

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version