Monday, November 10, 2025

ধরনার পাশাপাশি এবার অনশনে বসতে চলেছেন সাসপেন্ড হওয়া এক ডজন সাংসদ

Date:

Share post:

গত বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগ তুলে তৃণমূলের দুই সাংসদ সহ মোট ১২ জনকে সাসপেন্ড করা হয়েছে চলতি শীতকালীন অধিবেশনে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা দিচ্ছেন বিরোধী দলের সাংসদরা(opposition MP)। তবে শুধু ধরনা নয়, এবার সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আগামী সপ্তাহে একদিনের জন্য অনশনে(Hunger strike) বসতে চলেছেন তারা।

বাদল অধিবেশনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃণমূলের শান্তা ছেত্রী, দোলা সেন-সহ মোট ১২ সাংসদকে সাসপেন্ড করেছে রাজ্যসভা। এই ঘটনার প্রতিবাদে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন থেকেই গান্ধী মূর্তির পাদদেশে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধরনা প্রদর্শন করছেন তাঁরা। সাসপেন্ডেড সাংসদদের পাশাপাশি বিরোধী দলগুলির অন্য সাংসদরাও নিয়মিত ওই ধরনায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার অবশ্য প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে ধরনা কর্মসূচি বাতিল করে বিরোধীরা। বৃহস্পতিবারই জানা গেল আগামীদিনে প্রতীকী অনশনের প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। সেটা হতে পারে আগামী সপ্তাহের কোনও এক দিন।

আরও পড়ুন:Sanjay Raut: “দুর্ঘটনা সন্দেহজনক”, রাওয়াতের মৃত্যুতে প্রশ্ন তুললেন সঞ্জয় রাউত

তবে বিরোধীরা আন্দোলনের তীব্রতা বাড়ালেও সরকারপক্ষ অনড়। সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ক্ষমা না চাইলে কারো সাসপেনশন প্রত্যাহার করা হবে না। যদিও ক্ষমা চাইতে নারাজ বিরোধী দলের সাংসদরা। ইতিমধ্যেই শাস্তি মুকুবের দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান এর কাছে চিঠি পাঠানো হলেও সে প্রস্তাব গ্রহণ করা হয়নি। জানানো হয়েছে প্রত্যেককে আলাদা ভাবে চিঠি লিখে ক্ষমা চাইতে হবে। এমন টালমাটাল পরিস্থিতিতে সরকারের ওপর চাপ বাড়াতে ধরনার পাশাপাশি এবার অনশনের পথে বিরোধী সাংসদরা।

spot_img

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...