Tuesday, December 16, 2025

ধরনার পাশাপাশি এবার অনশনে বসতে চলেছেন সাসপেন্ড হওয়া এক ডজন সাংসদ

Date:

গত বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগ তুলে তৃণমূলের দুই সাংসদ সহ মোট ১২ জনকে সাসপেন্ড করা হয়েছে চলতি শীতকালীন অধিবেশনে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা দিচ্ছেন বিরোধী দলের সাংসদরা(opposition MP)। তবে শুধু ধরনা নয়, এবার সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আগামী সপ্তাহে একদিনের জন্য অনশনে(Hunger strike) বসতে চলেছেন তারা।

বাদল অধিবেশনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃণমূলের শান্তা ছেত্রী, দোলা সেন-সহ মোট ১২ সাংসদকে সাসপেন্ড করেছে রাজ্যসভা। এই ঘটনার প্রতিবাদে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন থেকেই গান্ধী মূর্তির পাদদেশে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধরনা প্রদর্শন করছেন তাঁরা। সাসপেন্ডেড সাংসদদের পাশাপাশি বিরোধী দলগুলির অন্য সাংসদরাও নিয়মিত ওই ধরনায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার অবশ্য প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে ধরনা কর্মসূচি বাতিল করে বিরোধীরা। বৃহস্পতিবারই জানা গেল আগামীদিনে প্রতীকী অনশনের প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। সেটা হতে পারে আগামী সপ্তাহের কোনও এক দিন।

আরও পড়ুন:Sanjay Raut: “দুর্ঘটনা সন্দেহজনক”, রাওয়াতের মৃত্যুতে প্রশ্ন তুললেন সঞ্জয় রাউত

তবে বিরোধীরা আন্দোলনের তীব্রতা বাড়ালেও সরকারপক্ষ অনড়। সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ক্ষমা না চাইলে কারো সাসপেনশন প্রত্যাহার করা হবে না। যদিও ক্ষমা চাইতে নারাজ বিরোধী দলের সাংসদরা। ইতিমধ্যেই শাস্তি মুকুবের দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান এর কাছে চিঠি পাঠানো হলেও সে প্রস্তাব গ্রহণ করা হয়নি। জানানো হয়েছে প্রত্যেককে আলাদা ভাবে চিঠি লিখে ক্ষমা চাইতে হবে। এমন টালমাটাল পরিস্থিতিতে সরকারের ওপর চাপ বাড়াতে ধরনার পাশাপাশি এবার অনশনের পথে বিরোধী সাংসদরা।

Related articles

২৫ কোটি নয়, গ্রিন পাবেন রিঙ্কুর সমান মূল্য, দল গঠনে চমক কেকেআরের

রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে  ক্যামেরন   গ্রিনকে(Cameron Green) শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কিনল কেকেআর। শুধু কেকেআর...

মহাত্মা গান্ধীর ছবি হাতে সংসদে সরব বিরোধীরা: মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদ

১০০ দিনের প্রকল্পের নাম ও প্রকল্পের একাধিক শর্ত বদল নিয়ে মঙ্গলবার সংসদে বিল পেশ হওয়ার কথা ছিল। নিয়মমতো...

কমিশনের তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মৃত! প্রতিবাদ করলেন শ্মশানে গিয়ে

বেঁচে আছেন ডানকুনির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (Trinamool Congress Councillor)। তবে তিনি মৃত নির্বাচন কমিশনের কাছে। মঙ্গলবার কমিশনের প্রকাশিত...

ভারতে ফিরেই বৃন্দাবনে বিরুষ্কা, দেখা করলেন কার সঙ্গে?

বছরের বেশির ভাগ সময়টা এখন লন্ডনেই থাকেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা(Virat Kohli-Anushka Sharma)। সেখানেই দুই সন্তানকে নিয়ে...
Exit mobile version