Tuesday, December 16, 2025

Messi-mess: নিরপেক্ষ তদন্তের স্বার্থে অরূপের পদত্যাগের ইচ্ছেকে সমর্থন মুখ্যমন্ত্রীর, ক্রীড়া দফতর থাকছে মমতার হাতে

Date:

নিরপেক্ষতা বজায় রাখতে যুবভারতীতে (VYBK) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসকে (Arup Biswas) অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্রীড়া দফতর নিজের হাতেই রাখছেন মমতা।  বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করে চিঠি দিয়েছিল অরূপ। তাঁর ইচ্ছেকে মর্যাদা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

যুবভারতীতে মেসির (Lionel Messi) অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় পরেই তদন্ত কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইকমিটির সুপারিশ মতো গঠিত হয়েছে SIT। কড়া পদক্ষেপ করে এদিন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের শোকজ করা হয়। সাসপেন্ড করা হয় এক আইপিএস আধিকারিককে। তার পরেই জানা যায়, দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সেখানে তিনি লেখেন, গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীর অনুষ্ঠানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার তদন্তে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন। সেক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন। 

অরূপের সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে তদন্ত শেষ না পর্যন্ত তাঁকে ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। চিঠিতে তিনি লেখেন, “১৩ ডিসেম্বর বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে ক্রীড়ামন্ত্রীর অব্যাহতি চাওয়ার ইচ্ছাকে আমি প্রশংসা করি। আমি মনে করি তিনি একেবারে সঠিক। যতক্ষণ না নিরপেক্ষ তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্রীড়া দফতর আমিই সামলাব।“ তবে, অরূপ বিদ্যুৎ দফতরের মন্ত্রী পদে বহাল থাকছেন।

Related articles

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...
Exit mobile version