Sunday, May 11, 2025

BSF ইস্যুতে মুখ্য ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক: রাজ্যের সঙ্গে সংঘাত জিইয়ে রাখছেন রাজ্যপাল

Date:

ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে রাজ্যপাল। এবার ইস্যু BSF। বিএসএফের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর এই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁর বক্তব্যের জুতসই জবাব দেন তৃণমূল (Tmc) নেতৃত্ব। এবার এই বিষয় নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hakrishna Dwivedi) ও স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে (BP Gopalika) রাজভবনে তলব করেন রাজ্যপাল। বৈঠকে বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশকে সমন্বয় রক্ষা করে কাজ করার কথা বলেন তিনি। বৈঠকের পর ছবি টুইট (Tweet) করে নিজেই বিষয়টি জানান জগদীপ ধনকড়।

এদিন, বিকেল ৪টে ৫০ নাগাদ রাজভবনে যান রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। সন্ধে ৬টা নাগাদ রাজভবনের পশ্চিম গেট দিয়ে তাঁরা বেরিয়ে নবান্ন ফিরে যান। বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সুষ্ঠু সমন্বয় করে কাজ করার কথা বলেন রাজ্যপাল।

বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে সরব হন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দেন প্রধানমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্য সরকারের অভ্যন্তরীণ বিষয়। সেখানে বিএসএফের নাক গলানোর এক্তিয়ার নেই। বিএসএফ সীমান্ত পাহারা দেবে। তাদের সঙ্গে রাজ্য সরকার সুসম্পর্ক রেখেই কাজ করে। সুতরাং এই নিয়ে আলাদা করে রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্রসচিবকে রাজ্যপাল আলাদা কী বার্তা দিতে চাইলেন? রাজনৈতিক মহলের মতে, রাজ্যপাল অনেকটা রাজ্যের বিরোধীদলের ভূমিকা পালন করছেন। ফলে যেকোনো কিছুতেই সরকারের সঙ্গে সংঘাত দিয়ে রাখতে চাইছেন তিনি।

আরও পড়ুন- Modi: নজরে নির্বাচন! উত্তরপ্রদেশে চার দশক পুরনো প্রকল্পের উদ্বোধন মোদির

Related articles

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

একবার দু'পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না।...

জঙ্গিদের শেষকৃত্যই প্রমাণ কারা মদত দিচ্ছে! নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ সেনা আধিকারিকদের

অপারেশন সিন্দুর-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।...

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে...

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...
Exit mobile version