ভয় ধরাচ্ছে ওমিক্রন!এবার দিল্লিতেও ওমিক্রন সংক্রমিত হওয়া আরও এক ব্যক্তির হদিশ মিলল। এই নিয়ে ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩।

আরও পড়ুন:Omicron:চোখরাঙাচ্ছে ওমিক্রন! করোনার নয়া প্রজাতির কবলে তিন বছরের শিশু সমেত আরও ৬
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন দিল্লিতে প্রথম ওমিক্রনে(Omicron) সংক্রমিত রোগীর খবর জানিয়েছিলেন। শনিবার দিল্লি সরকারের তরফে ওমিক্রনে আক্রান্ত দ্বিতীয় রোগীর তথ্য দেওয়া হয়েছে। জানা গেছে সম্প্রতি জিম্বাবোয়ে থেকে দিল্লিতে ফেরত ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই রোগীর জিনোম পরীক্ষা করে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। ওই রোগীকে দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে (LNJP Hospital) ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে ওমিক্রন রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশ থেকে আগত ২৭ জন যাত্রীর করোনা রিপোর্ট আসতেই, তাদের এলএনজিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সকলেরই নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল, ২৫ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে। কেবল দু’জন রোগীর নমুনায় ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে।
এদিকে দেশে আরও কমল করোনার দৈনিক আক্রন্তের সংখ্যা। একলাফে অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের(Central Health Ministry) প্রকাশিত শনিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯৩ জনের। কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও।তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকায় দেশজুড়ে বাড়ছে উদ্বেগ।
