Wednesday, November 19, 2025

হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াতের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি সুব্রহ্মণ্যমের

Date:

তামিলনাড়ুর(Tamilnadu) কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত(BipinRawat)। ভয়াবহ এই মৃত্যুর ঘটনায় তদন্তের দাবিতে আগেই সরব হয়েছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, এবার সুপ্রিম কোর্টের(Supreme Court) বিচারপতির তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী(Subramanian Swamy)।

এদিন টুইটারে এক ভিডিও বার্তায় সুব্রহ্মণ্যম বলেন, উন্নত প্রযুক্তির অত্যাধুনিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়া এবং সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুতে দেশবাসীর মনে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি সুব্রহ্মণ্যম বলেন, “উনি অত্যন্ত স্পষ্টবাদী এবং কঠোর ব্যক্তি ছিলেন। এমন বহু মানুষ আছেন যারা ওনাকে পছন্দ করতেন না। একইসঙ্গে এমন অত্যাধুনিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।” নিজের ভিডিওবার্তায় তাইওয়ানের শীর্ষ সেনা আধিকারিকের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর উদাহরণ টেনে সুব্রহ্মণ্যম বিপিন রাওয়াতের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির নজরদারিতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেন।

আরও পড়ুন:Tripura: ফের কলকাতার ছবি দিয়ে বিজেপি-শাসিত রাজ্যের ‘উন্নয়নের’ বিজ্ঞাপন! এবার ত্রিপুরা

সুব্রহ্মণ্যম বলেন, “সম্প্রতি তাইওয়ানের শীর্ষ সেনা আধিকারিকের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় তাইওয়ান জানায় এর পিছনে চিনের হাত রয়েছে। কিন্তু ভারত সরকার জোর দিয়ে বলছে খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা। দেশের ৯৫ শতাংশ মানুষ সুপ্রিমকোর্টকে ভরসা করে আর সেই জন্যই শীর্ষ আদালতের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত হোক। ”

বিজেপি সংসদ আরও বলেন, “দেশবাসীর স্পষ্ট ভাবে জানা উচিত এই দুর্ঘটনা কোনও যান্ত্রিক ত্রুটির জেরে হয়েছে, নাকি ঘরের ভিতরে শত্রু বাসা বেধেছে, নাকি এটা বৈদেশিক শত্রুদের ষড়যন্ত্র। ভারত অনেক বড় একটি দেশ। ফলে এই ধরনের কোনো ষড়যন্ত্র রচিত হওয়া অস্বাভাবিক নয়। আমাদের এই ঘটনার গভীরে গিয়ে তদন্ত করা উচিত।”

Related articles

চুপসে গেল মোদির ‘আত্মনির্ভর ভারতে’র বেলুন: দেশের রফতানি কমল ১১ শতাংশের বেশি

সবকিছু ভারতেই তৈরি হবে। ভারতই হবে উৎপাদক। গোটা বিশ্ব হবে তার বাজার। এই লক্ষ্য স্থির করে আত্মনির্ভর ভারত-এর...

সেফ ড্রাইভ সেভ লাইফ-এর সচেতনতা প্রচারে ১৮ জানুয়ারিতে হাফ ম্যারাথন, ঘোষণা পুলিশ কমিশনার

কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ-এর (Safe Drive Save Life) সচেতনতা প্রচারে প্রতিবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে হাফ...

বিয়েবাড়িতে সলমনের সিগনেচার স্টেপ হুবহু নকল শাহরুখের! স্টারডম ভুলে মঞ্চ কাঁপালেন দুই ‘খান’

নয়ের দশকের করণ- অর্জুন ২০২৫ সালে এসেও যে একই ভাবে বন্ধুত্ব বজায় রাখতে জানেন তার প্রমাণ মিলল দিল্লির...

নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন কল্যাণময়ের

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। বুধবার...
Exit mobile version