Tuesday, August 26, 2025

গোয়ায় তৃণমূলের কর্মিসভায় একযোগে বিজেপি ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে তিনিও রয়েছেন এখন গোয়া সফরে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে কর্মিসভায় অভিষেক বলেন, তৃণমূলই হচ্ছে এখন প্রকৃত কংগ্রেস (Congress)। বিজেপির বিরুদ্ধে মাঠে নেমে বিরোধিতার বদলে কংগ্রেস শুধুমাত্র ফেসবুক-টুইটারে বিপ্লব করে। সোশ্যাল মিডিয়ায় বিপ্লব নয়, তৃণমূল ময়দানে নেমে লড়াই করে। অভিষেকের মতে, গোয়ায় অন্য রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূলের লড়াই নয়, এটা বিজেপি v/s গোয়ার লড়াই। একটি অগণতান্ত্রিক দলের বিরুদ্ধে গোয়ার মানুষের লড়াই। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পার্টি লাইন স্পষ্ট করে জানান, তৃণমূল দু’তিনটে সিট জেতার জন্য এখানে আসেনি, গোয়ায় নতুন সূর্যোদয় ঘটাতে এসেছে।

আরও পড়ুন- Shoaib Akhtar: দু’মাস পিছিয়ে গেল শোয়েব আখতারের হাঁটুর অস্ত্রোপচার, টুইটারে বিশেষ প্রসঙ্গ রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের

অভিষেক বলেন, বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা একমাত্র তৃণমূলের আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের উদাহরণ তুলে ধরে তৃণমূল সাংসদ জানান, “তৃণমূল নেত্রী যা বলেন, সেটা করে দেখান। আর বিজেপি যে প্রতিশ্রুতি দেয় সেটাকেই ভাঙে।”

এর আগে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইয়ং ব্রিগেড যেভাবে দু-তিন মাসের মধ্যে সেখানে রাজনৈতিক চিত্রটাই বদলে দিয়েছে, তৃণমূলকে বিরোধীদলের জায়গা করে দিয়েছে- সে দিকে তাকিয়ে গোয়াও। এদিন কর্মিসভায় অভিষেকের বক্তব্যে তুমুল সমর্থন জানান গোয়ার তৃণমূলের নেতাকর্মীরা।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version