দক্ষিণ আফ্রিকা ( South Africa) সিরিজের আগেই বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে( Indian team)। চোটের কারণে তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা( Rohit Sharma)। সোমবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের( BCCI) তরফ থেকে। রোহিতের জায়গায় দলে এলেন প্রীয়াঙ্ক পাঞ্চাল।

সোমবার দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতিতে নেমেছিল ভারতীয় দল। অনুশীলনে থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘুর একটি বল আচমকা লাগে রোহিতের গ্লাভসে। তখনই যন্ত্রণায় কাতরাতে থাকেন রোহিত। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সুস্থ মনে হলেও পরে ব্যথা বাড়ে রোহিতের। যার ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি।

এই দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পান রোহিত। কিন্তু চোট ভিলেনের জন্য আপাতত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে মাঠের বাইরে থাকতে হবে হিটম্যানকে।

আরও পড়ুন:Ravi Shastri: আত্মজীবনীতে সোজাসাপটা রবি শাস্ত্রী, গেলেন না কোন বিতর্কে
