ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই গোয়ার প্রতিটি ঘরেই পৌঁছে গেল “গৃহলক্ষ্মী কার্ড”। এতসংখ্যক মানুষ এই কার্ড ডাউনলোড করেছেন এর মধ্যেই তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে “গৃহলক্ষ্মী কার্ড” ঘোষণা হতেই , তা সাড়া ফেল দিয়েছে। এরপর তৃণমূল কংগ্রেস গোয়ায় ক্ষমতায় এলে কি হবে!

গত দুদিনে সোশ্যাল মিডিয়ায় যে বিপুল প্রতিক্রিয়া জানিয়েছেন গোয়াবাসী তাতে অশনি সংকেত দেখছে গোয়া বিজেপি। এই মূহুর্তে গোয়া সফর রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আগামী দুদিনে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এরমধ্যেই “গৃহলক্ষ্মী কার্ড” ঘিরে এই তুমুল উন্মাদনা নিসন্দেহে চাপ বাড়াচ্ছে বিজেপি সহ বাকি রাজনৈতিক দলগুলির।

আরও পড়ুন- Rohit Sharma: ভারতীয় দলের দায়িত্ব নিয়েই বিশেষ বার্তা রোহিত শর্মার

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারের। তিনি কথা রেখেছেন। তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে প্রথমেই চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার। ইতিমধ্যেই কয়েককোটি মহিলা পেয়ে গিয়েছেন কয়েক কিস্তির টাকা। এবার গোয়ায় তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হলে সেখানকার মহিলারাও পাবেন মাসে ৫০০০ টাকা করে। অর্থাৎ বছরে তিন লক্ষ্য টাকা। বিপুল উন্মাদনা গোয়া জুড়ে। সকলে স্বপ্ন দেখছেন গোয়ায় নতুন সকালের। গোয়াবাসীর কথায় গোয়েন্চি নভি সকাল।

গোয়ার বিজেপি সরকার এতবছরে গোয়ার জন্য কিচ্ছু করেনি। তৃণমূল কংগ্রেস গোয়ায় পা রাখায় তাদের ব্লাড প্রেসার বেড়েছে অনেকটাই। এখন শুধু সময়ের অপেক্ষায় গোয়ায় নতুন সকালের, নতুন সরকারের।
