প্রচারের আর মাত্র কয়েকদিন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন (KMC Election)। বিরোধীদের দেখা না গেলেও প্রচারে ঝড় তুলেছেন তৃণমূলের (TMC) ১৪৪টি ওয়ার্ডের প্রার্থীরা। তারই অঙ্গ হিসেবে ১১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সন্দীপ দাস (Sandip Das) সোমবার এক বর্ণাঢ্য রোড শো-এর আয়োজন করেন। যেখানে তাঁর সমর্থনে যোগ দেন রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের (Tollygunj) বিধায়ক অরূপ বিশ্বাস (Arup Biswas)।

তৃণমূলের প্রবল হাওয়াতেও শিবরাত্রির সলতে মতো জ্বলতে থাকা সিপিএমের (CPIM) দখলে এখনও কলকাতা পুররসভায় ১১১নম্বর ওয়ার্ড। যেখানকার বিদায়ী কাউন্সিলর চয়ন ভট্টাচার্য (Chayan Bhattacharya)। তবে দীর্ঘদন বামেদের কাউন্সিলর থাকলেও টালিগঞ্জ কেন্দ্রের অন্তর্গত এই ওয়ার্ড থেকে একুশের বিধানসভা ভোটে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস লিড পেয়েছিলেন। যা পুরভোটের আগে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাম শূন্য রাজ্যের রাজনৈতিক মহল।

এবার পুরভোটেও ১১১ নম্বর ওয়ার্ড-এর দু’হাত তুলে আশীর্বাদ করবেন বলে দাবি ঘাসফুল শিবিরের। এই ওয়ার্ড থেকে এবার তৃণমূল প্রার্থী সন্দীপ দাস এলাকায় ভালো ছেলে, কাজের ছেলে হিসেবেই পরিচিত মুখ। সন্দীপ দাস জানান, “আমি একজন সাধারণ তৃণমূল কর্মী হিসেবে একনিষ্ঠভাবে কাজ করে যেতে চাই। মানুষের আশীর্বাদ পেলে আগামিদিনে ১১১নম্বর ওয়ার্ডয়ে রাজ্য সরকারি সকল প্রকল্পগুলিকে সঠিক ভাবে রূপায়ণের মাধ্যমে মডেল ওয়ার্ড হিসেবে তৈরি করতে চাই। আমি জনগণের রায়ের প্রতি আস্থাশীল, কারণ আমাদের এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে আপদে-বিপদে মানুষের পাশে থেকে আমরা এই ওয়ার্ডে টিম তৃণমূল হিসেবে প্রতি নিয়ত মানুষের জন্য কাজ করে চলেছি।

আরও পড়ুন- Ravi Shastri: আত্মজীবনীতে সোজাসাপটা রবি শাস্ত্রী, গেলেন না কোন বিতর্কে
