Monday, January 12, 2026

Ravi Shastri: আত্মজীবনীতে সোজাসাপটা রবি শাস্ত্রী, গেলেন না কোন বিতর্কে

Date:

Share post:

রবি শাস্ত্রী( Ravi Shastri), ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) এক চেনা পরিচিত নাম। ক্রিকেটীয় কেরিয়ার থেকে কোচ রবি শাস্ত্রী, এক ডাকে সফল তিনি। পাঁচ বছর কোচের দায়িত্বে থাকার পর ২০২১ টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের দায়িত্ব ছেড়েছেন তিনি। আর তারপরই নিজের মেজাজে রয়েছেন শাস্ত্রী। সম্প্রতি নিজের আত্মজীবনী নিয়ে নিজেই একটি বই লিখেছেন শাস্ত্রী। যেখানে কোন বিতর্কিত মন্তব‍্য করেননি বিরাটদের প্রাক্তন কোচ। একেবারে সোজাসাপ্টা নিজের জীবনের গল্প তুলে ধরেছেন শাস্ত্রী।

 

রবি শাস্ত্রী। যেই নামটাই প্রথম ভারতীয় ক্রিকেটে মহিলা ভক্তের সংখ‍্যা বাড়িয়ে তোলে। এমনকি  বলিউড নায়িকা অমৃতা সিং-এর সঙ্গে তাঁর প্রেমকাহিনী উঠে আসে সংবাদ শিরোনামে। এমনকি শোনা যাচ্ছে ৬০ বছর ছুই শাস্ত্রী নাকি এখন সম্পর্কে রয়েছেন এয়ার লিফ্টের অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কেউ। ক্রিকেটের বাইশগোজের বাইরেও, ব‍্যক্তিগত জীবনের বাইশগজেও একেবার রঙিন শাস্ত্রী।

রবি শাস্ত্রী আসায় ফ্লাম্বয়ান্ট চেহারা পায় ভারতীয় ক্রিকেট। সেই শাস্ত্রীই নিজের লেখা আত্মজীবনীতে গেলেন না কোন বিতর্কে। এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়েও কিছু লেখেননি শাস্ত্রী।  নিজের লেখা বইতে শাস্ত্রীর চোখে সেরা ভারতীয় ক্রিকেটার হিসাবে জায়গা পেয়েছেন মনসুর আলি খান পাতৌদি, সুনীল গাভাস্কর, কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির মতন ক্রিকেটার। আবার বিদেশি সেরা ক্রিকেটারদের মধ‍্যে গারফিল্ড সোবার্স, ক্লাইভ লয়েডের নাম যেমন তুলে ধরেছেন, তেমনই রিকি পন্টিং, জ‍্যাক কালিসের কথাও বলেছেন শাস্ত্রী।

২০১৭ সালে ভারতীয় দলের দায়িত্ব নেন শাস্ত্রী। তারপর এই পাঁচ বছর ভারতীয় দল যেমন নজিরবিহীন সাফল‍্য এসেছে তেমনই লজ্জার হার ও দেখেছে তাঁর দায়িত্বে। অস্ট্রেলিয়ার মাটি থেকে ইংল‍্যান্ডের মাঠে দাপুটে জয় যেমন এসেছে রবি শাস্ত্রীর হাত ধরে, তেমনই ২০২১ টি-২০ বিশ্বকাপে লজ্জার হার থেকে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে হার তাঁর দায়িত্বে দেখতে হয়েছে ভারতীয় দলকে। শাস্ত্রীর দায়িত্বে ভারতীয় দল মোট ৪৩ টি টেস্ট খেলেছেন, তার মধ‍্যে জয় পেয়েছেন ২৫ টিতে। একদিনের ম‍্যাচ খেলেছেন ৭১ টি। এর মধ‍্যে বিরাট কোহলি, রোহিত শর্মারা জয় পেয়েছেন ৫১ টিতে। আর ৬৫ টি টি-২০ ম‍্যাচের মধ‍্যে জয় পেয়েছেন ৪২ টি ম‍্যাচে।

আরও পড়ুন:Rohit Sharma: নেতৃত্ব পাওয়ার পর ‘বিরাট’ প্রশংসায় রোহিত

spot_img

Related articles

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...

ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার...