Monday, August 25, 2025

বিজেপির তল্পিতল্পা গোটানোর সময় হয়ে গিয়েছে,পুরভোটের প্রচারে কটাক্ষ পার্থর

Date:

দরজায় কড়া নাড়ছে কলকাতা পুরভোট। আর তারই প্রচারে কোমর বেধে নেমে পড়েছেন প্রার্থীরা। সোমবার দলীয় প্রার্থীর প্রচার পা মেলালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল যখন ১৪৪ টি আসনে জয়ের কথা বলছে তখন বিরোধীরা মাত্র ১০ টি আসনকে টার্গেট করে মাঠে নেমেছে।এটা কি তৃণমূলকে ওয়াকওভার দিয়ে দেওয়া হল? এই প্রশ্নের উত্তরে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানান, যারা কাজ করবে তারাই জিতবে। মানুষ কাজের লোককে সবসময় সমর্থন করে। এখানে ওয়াকওভার এর কোনও প্রশ্নই নেই।

এরই পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম স্টাইলে ধর্মের উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সেই প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, শুভেন্দু হাস্যকৌতুক নেতায় পরিণত হয়েছে। ওকে হাস্যকৌতুক নেতা হিসেবে বেশি মানায় ।যার বাস্তবের সঙ্গে কোনও যোগ নেই, মানুষের সঙ্গে কোনও যোগ নেই, তার এই কথার কোন মানেই হয়না। শুধু কেন্দ্রীয় নেতাদের মন রাখতে ভুল বকছে।
সিঙ্গুরে বিজেপির কর্মসূচি প্রসঙ্গে পার্থর কটাক্ষ, তৃণমূল কোনওদিনই টাটাদের বিপক্ষে ছিল না। আমরা বলেছিলাম বহুফসলি জমি নষ্ট করে শিল্প যাতে না হয়। আমরা শিল্প চাই, বহুফসলি জমিও চাই, মানুষের কর্মসংস্থান চাই। এরআগেও ওরা বলেছিল ২০০ টা আসন পাবে। কিন্তু ওদের গঙ্গা প্রাপ্তি ঘটেছে।বাংলার মানুষ গঙ্গা পার করিয়ে দিয়েছে। এবার ওদের তল্পিতল্পা গোটানোর সময় হয়ে গিয়েছে।

বাংলা মানুষকে ভিখারি মন্তব্যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে পার্থর স্পষ্ট জবাব, তিনি বাংলায় রাজনীতি করবেন আবার বাংলার মানুষকে ভিখারি বলবেন। আসলে ওনার মানসিক ভারসাম্য হারিয়েছে। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ত্রিপুরা নয় গোয়া, পাঞ্জাব, উত্তর প্রদেশ বাংলার এই মডেল সর্বত্র গৃহীত হচ্ছে, বিশ্ববন্দিত হচ্ছে। কে কী বলল তা নিয়ে আমরা ভাবি না।

হঠাৎই পুরভোটের প্রচারে বিজেপির বর্তমান সভাপতি, প্রাক্তন সভাপতির ময়দানে নামা প্রসঙ্গে এবং ধর্মের উস্কানি দেওয়া মন্তব্য প্রসঙ্গে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করেছেন।এখনও এখানে এখানকার মানুষ যে সম্প্রীতি নিয়ে বসবাস করে সেখানে ধর্মের উস্কানি দিয়ে সেই সম্পর্ককে নষ্ট করা যাবে না। যারা এই ধরনের কথাবার্তা বলে তারা সংবিধানবিরোধী। বাংলার মানুষ ইতিমধ্যেই তাদের ছুড়ে ফেলে দিয়েছে।এমনকি রাজ্যপালকে তীব্র কটাক্ষ পার্থ বলেন, পদ্ম শিবিরের লোক না হলেই বেশি ভালো হতো।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version