Monday, November 17, 2025

Mamata in Goa: তৃণমূলই বিজেপির বিকল্প শক্তি: লড়াইয়ের স্লোগান বেঁধে বার্তা মমতার

Date:

গোয়ায় জনসভা থেকে কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তার নিশানায় ছিল সিপিআইএমও (Cpim)। তৃণমূল যে বিজেপির (Bjp) বিরুদ্ধে একমাত্র বিকল্প শক্ত এই সভা থেকে সেই বার্তাই দেন মমতা। একই সঙ্গে স্থানীয় ভাষায় বলেন, “খেলা হবে”।

প্রথমে কর্মিসভা, তারপর জনসভা- কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মমতা। স্পষ্ট জানিয়ে দিলেন দেশে বিজেপির বিরুদ্ধে একমাত্র শক্তি তৃণমূল। গোটা দেশ দেখছে বিজেপির অপশাসন। তাদের হটাতে গোয়ায় জোট প্রক্রিয়া প্রায় তৈরি বলে মঙ্গলবার বিকেলে জনসভা থেকে জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, এনসিপি (Ncp) মিশে গিয়েছে তৃণমূলের সঙ্গে। সমর্থন দিচ্ছে গোমন্তক পার্টি। এবার কংগ্রেস আসতে চাইলে, আসতে পারে। কারও জন্য তৃণমূল বসে থাকবে না- স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা। কিছু দল নিজেদের জমিদার ভাবে। নিজেরা কিছু করে না অন্যকেও কিছু করতে দেয় না- মামলা করে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।

শুধু গোয়া নয়, উত্তরপ্রদেশ-সহ সব জায়গা থেকেই বিজেপিকে সরাতে হবে। তিনি বলেন, ইতিহাসকে বিকৃত করে বিজেপি। দেশের গণতন্ত্র ধ্বংস করতে চায়। বিভেদের রাজনীতি করে গেরুয়া শিবির। বিজেপিকে তোপ দেগে মন্তব্য মমতার। অভিযোগ করেন, অমর্ত্য সেনের মতো নোবেলজয়ী অর্থনীতিবিদকেও নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দিয়েছে বিজেপি।

শুধু বিজেপি কংগ্রেস, বিজেপি নয়, সিপিআইএমকেও কাঠগড়ায় তোলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, সিপিএম-কংগ্রেস সমঝোতা করে তোলে। সেই জন্যই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়ে ছিলেন বলে জানান মমতা।

মুখ্যমন্ত্রী জানান, বাংলায় তৃণমূল সরকারের চোখে সব ধর্ম সমান। ক্ষমতায় আসার পর থেকে বাংলায় ধুমধাম করে পালিত হয় বড়দিন। তাঁর কথায়, যার হৃদয় বড়, যে প্রকৃত মানবিক, সেই প্রকৃত হিন্দু।

মমতা বলেন, গোয়া মানে দেশের সূর্যোদয়। দেশ নতুন সূর্যোদয় দেখবে। এদিন, মমতা অভিষেকের সভা ঘিরে তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুমুল উদ্দীপনা চোখে পড়ে। স্থানীয় ভাষায় খেলা হবে স্লোগান বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কোঙ্কনী ভাষায় বেশকিছু কথা বলেন তৃণমূল সুপ্রিমো। যা দেখে আপ্লুত গোয়ার মানুষ।

আরও পড়ুন- ভোট না দেওয়ার ‘শাস্তি’, দলিতকে থুতু ফেলে চাটতে বাধ্য করলেন পরাজিত প্রার্থী

 

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version