Friday, November 7, 2025

লখিমপুর মামলায় সংসদে মুলতবি প্রস্তাব রাহুলের, মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবি সুস্মিতার

Date:

লখিমপুর মামলায়(Lakhimpur case) অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছে বিজেপি সরকারের। গাড়িচাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় সম্প্রতি সিটের(SIT) যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তারপর একযোগে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল(TMC), কংগ্রেস, সপা সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এরই মাঝে বুধবার সকালে লখিমপুর হিংসায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবিতে সংসদের মুলতবি প্রস্তাব পেশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পাশাপাশি এই ইস্যুতে আলোচনা ও কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্তের দাবিতে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লেখেন তৃণমূল সংসদ সুস্মিতা দেব(Sushmita Dev)।

এ প্রসঙ্গে মঙ্গলবার রাহুল গান্ধী বলেছিলেন, “আমরা লখিমপুর ইস্যুতে সংসদে আলোচনার দাবি জানিয়েছি। কিন্তু এ বিষয়ে সরকারপক্ষ কোনরকম আলোচনা করতে চাইছে না।” পাশাপাশি কংগ্রেসের তরফে সংসদে মুলতবি প্রস্তাব পেশ করার পর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমরা চাই কেন্দ্রীয় সরকার অজয় মিশ্রকে বরখাস্ত করুক। রাহুল গান্ধী আজ সংসদে এই বিষয়ে কথা বলার চেষ্টা করবেন। ইতিমধ্যেই এই ইস্যুতে সংসদে মুলতবি প্রস্তাব পেশ করেছেন রাহুল।”

 

অন্যদিকে, লখিমপুর ইস্যুতে বুধবার অজয় মিশ্রকে বরখাস্তের দাবি জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছেন তৃণমূল সংসদ সুস্মিতা দেব। চিঠিতে গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরে তাঁর দাবি নিরপেক্ষ তদন্তের স্বার্থে মূল অভিযুক্ত আশিস মিশ্রর বাবা কেন্দ্রীয় মন্ত্রী অজয়কে বরখাস্ত করা হোক। এবং সংসদের এই ইস্যুতে আলোচনার অনুমতি দেওয়া হোক।

আরও পড়ুন:High Court: বিজেপির আবেদন খারিজ, কলকাতা পুরভোটে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

উল্লেখ্য, ৩ অক্টোবর লখিমপুর খেরিতে মন্ত্রী-পুত্র আশিসের গাড়ি পিষে দেয় বিক্ষোভরত চার কৃষকে। আহত হন অনেকে। যদিও অজয়ের দাবি, ঘটনার সময় আশিস গাড়িতে ছিলেন না। পিষে খুন করার পাশাপাশি গুলি চালানোরও অভিযোগ ওঠে। আদালতের চাপের মুখে পড়ে এরপর ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। উদ্ধার হয় তাঁর বন্দুক। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে সবার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনছে সিট। সবমিলিয়ে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে এই ঘটনায় রীতিমতো চাপে গেরুয়া শিবির।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version