Tuesday, May 6, 2025

omicron variant: রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত, মুর্শিদাবাদের ৭ বছরের শিশুকে ঘিরে চাঞ্চল্য

Date:

এবার এ রাজ্যেও ঢুকে পড়ল ওমিক্রন (Omicron in West Bengal)৷ রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। সাত বছরের করোনা পজিটিভ (Corona Positive) এক শিশুর জিনোম সিকোয়েন্সিয়ে ধরা পড়েছে করোনার এই অতি সংক্রামক নতুন প্রজাতি৷ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছেলেটি মুর্শিদাবাদের (Murshidabad) গোদাখালিতে রয়েছে৷ কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাজ্যে ফিরেছিল সে৷ আক্রান্তের সংস্পর্শে আসায় বাবা-মা এবং অন্যান্যদের করোনা পরীক্ষা শুরু হয়েছে৷ বুধবার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম৷

তেলেঙ্গানা সরকারই সাত বছরের ওমিক্রন আক্রান্তের হদিশ দিয়েছে নবান্নকে৷ কয়েকদিন আগেই শিশুটি পরিবারের সঙ্গে আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে ফিরেছে। স্বাভাবিকভাবেই রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মেলায় আতঙ্ক ছড়িয়েছে।সেখান থেকে শিশুটি ফেরে মুর্শিদাবাদে৷ ওই শিশুটি ছাড়াও হায়দরাবাদে এদিন আরও দু’জন করোনা আক্রান্ত প্রাপ্তবয়স্কের জিনোম সিকোয়েন্সিয়ে মেলে ওমিক্রন৷ দু’জনই বাইরে থেকে ভারতে এসেছেন৷ তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তাঁরা কেনিয়া এবং সোমালিয়ার বাসিন্দা৷

তেলেঙ্গানার জনস্বাস্থ্য আধিকারিক ডক্টর জি শ্রীনিবাস রাও জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ তালিকায় নাম নেই দেশগুলি থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ওই তিনজন৷ বিমানবন্দরে পরীক্ষার সময় তাঁদের করোনা ধরা পড়ে৷ তিনজনের মধ্যে একজন ২৪ বছরের মহিলা৷ তিনি এসেছিলেন কেনিয়া থেকে৷ সোমালিয়া থেকে এসেছিলেন ২৪ বছরে এক পুরুষ যাত্রী৷

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত মুর্শিদাবাদের ফরাক্কায় আইসোলেশনে রাখা হয়েছে শিশুটিকে।জেলা স্বাস্থ্যদপ্তর থেকে পরিবারের সঙ্গে যেগাযোগ করা হচ্ছে। নজর রাখছে নবান্ন-ও।

এদিকে ফের সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( World Health Organization)। হু সতর্ক করে বলেছে, ভয়ঙ্কর গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron)। সেই সঙ্গে ওমিক্রনের দাপট থেকে বাঁচতে দেশগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

Related articles

ভিনরাজ্যে আক্রান্ত হলে ফিরে আসুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর

ভিনরাজ্যে আক্রান্ত হলে বাংলা ফিরে আসুন পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার, মুর্শিদাবাদের (Murshidabad) সুতির সভা থেকে আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

ওয়াকফ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, সাহায্য ২৮০ পরিবারকে

ওয়াকফ আইন নিয়ে অশান্তির জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Samsherganj) হিংসার ঘটনার পরে পরিস্থিতিত বর্তমানে স্বাভাবিক। স্থানীয় মানুষকে হিংসায় কোনওভাবে...

রোহিতের সামনে বিরাটের রেকর্ড ছোঁয়ার হাতছানি

আইপিএলের(IPL) মঞ্চে নতুন মাইলস্টোনের সামনে রোহিত শর্মা(Rohit Sharma)। ৭৯ রান করতে পারলেই বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গে আইপিএলের(IPL) এলিট...

না ফেরার দেশে সদা হাস্যমুখ সাংবাদিক বাবজি সান্যাল, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের

প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল (Babji Sanyal)। মঙ্গলবার, সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে...
Exit mobile version