Tuesday, November 11, 2025

সিধুর সঙ্গে এক ফ্রেমে ভাজ্জি, ‘সম্ভাবনাময় ছবি’তে বাড়ছে কংগ্রেস যোগের জল্পনা

Date:

ক্রিকেটের ময়দানে তাঁর ঘূর্ণিতে কাবু হয়েছে তাবড় তাবড় ব্যাটসম্যান। এবার রাজনীতির ময়দানে সেই ঘূর্ণি দেখার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। জল্পনা ঘুরছে এবার হয়তো ক্রিকেট ছেড়ে পুরোদমে রাজনীতির ময়দানে নামবেন স্পিনার হরভজন সিং(Harbhajan Singh)। এমনই জল্পনায় সম্প্রতি ঘি ঢাললেন আর এক দাপুটে ব্যাটসম্যান তথা পাঞ্জাব(Punjab) কংগ্রেসের(Congress) অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব নভজোৎ সিং সিধু(Navjot Singh Sidhu)। বুধবার বিকেলে হরভজন সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লেখেন, “উজ্জ্বল নক্ষত্র ভাজ্জির সঙ্গে সম্ভাবনাময় একটি ছবি”। ব্যাস! সিধুর এই টুইটের পরই জাতীয় রাজনীতিতে জল্পনা বাড়তে শুরু করেছে।

আগামী কয়েক মাসের মধ্যে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তবে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত পাঞ্জাব কংগ্রেস ফের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার বিষয়ে খুব একটা আত্মবিশ্বাসী নয়। এই পরিস্থিতিতে হরভজন সিংকে দলে আনতে পারলে পাঞ্জাব কংগ্রেস লাভবান হতে পারে এমনটা মনে করছে রাজনৈতিক মহল। ২২ গজের ময়দানে তাবড় তাবড় ব্যাটসম্যানকে ভেলকি দেখিয়েছেন হরভজন। এবার সেই ম্যাজিক রাজনীতির ময়দানে লাগাতে চাইছে কংগ্রেস। তবে তার কংগ্রেস যোগের জল্পনা রাজনীতির ময়দানে তীব্র হয়ে উঠলেও এ নিয়ে এখনো পর্যন্ত হ্যাঁ বা না কিছুই বলা হয়নি কংগ্রেস কিংবা ভাজ্জির তরফে। যদিও গত সপ্তাহেই এমন একটি খবর জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিল। সেবার অবশ্য জল্পনা ছড়ায় হরভজন সিং এবং যুবরাজ সিং বিশ্বকাপজয়ী এই দুই ক্রিকেটার ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে পারেন। এ বিষয়ে একটি টুইটকে ঘিরে জল্পনা বাড়তে থাকে। তবে সে সম্ভাবনা এখন অতীত। এই পরিস্থিতিতে সিধু ও ভাজ্জির এক ফ্রেমে ছবি নয়া সম্ভাবনার দিকে ইঙ্গিত দিতে শুরু করেছে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version