Monday, August 25, 2025

সিধুর সঙ্গে এক ফ্রেমে ভাজ্জি, ‘সম্ভাবনাময় ছবি’তে বাড়ছে কংগ্রেস যোগের জল্পনা

Date:

ক্রিকেটের ময়দানে তাঁর ঘূর্ণিতে কাবু হয়েছে তাবড় তাবড় ব্যাটসম্যান। এবার রাজনীতির ময়দানে সেই ঘূর্ণি দেখার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। জল্পনা ঘুরছে এবার হয়তো ক্রিকেট ছেড়ে পুরোদমে রাজনীতির ময়দানে নামবেন স্পিনার হরভজন সিং(Harbhajan Singh)। এমনই জল্পনায় সম্প্রতি ঘি ঢাললেন আর এক দাপুটে ব্যাটসম্যান তথা পাঞ্জাব(Punjab) কংগ্রেসের(Congress) অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব নভজোৎ সিং সিধু(Navjot Singh Sidhu)। বুধবার বিকেলে হরভজন সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লেখেন, “উজ্জ্বল নক্ষত্র ভাজ্জির সঙ্গে সম্ভাবনাময় একটি ছবি”। ব্যাস! সিধুর এই টুইটের পরই জাতীয় রাজনীতিতে জল্পনা বাড়তে শুরু করেছে।

আগামী কয়েক মাসের মধ্যে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তবে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত পাঞ্জাব কংগ্রেস ফের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার বিষয়ে খুব একটা আত্মবিশ্বাসী নয়। এই পরিস্থিতিতে হরভজন সিংকে দলে আনতে পারলে পাঞ্জাব কংগ্রেস লাভবান হতে পারে এমনটা মনে করছে রাজনৈতিক মহল। ২২ গজের ময়দানে তাবড় তাবড় ব্যাটসম্যানকে ভেলকি দেখিয়েছেন হরভজন। এবার সেই ম্যাজিক রাজনীতির ময়দানে লাগাতে চাইছে কংগ্রেস। তবে তার কংগ্রেস যোগের জল্পনা রাজনীতির ময়দানে তীব্র হয়ে উঠলেও এ নিয়ে এখনো পর্যন্ত হ্যাঁ বা না কিছুই বলা হয়নি কংগ্রেস কিংবা ভাজ্জির তরফে। যদিও গত সপ্তাহেই এমন একটি খবর জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিল। সেবার অবশ্য জল্পনা ছড়ায় হরভজন সিং এবং যুবরাজ সিং বিশ্বকাপজয়ী এই দুই ক্রিকেটার ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে পারেন। এ বিষয়ে একটি টুইটকে ঘিরে জল্পনা বাড়তে থাকে। তবে সে সম্ভাবনা এখন অতীত। এই পরিস্থিতিতে সিধু ও ভাজ্জির এক ফ্রেমে ছবি নয়া সম্ভাবনার দিকে ইঙ্গিত দিতে শুরু করেছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version