তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপির (BJP) হাওড়ার প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহা (Surajit Saha)। বিজেপি থেকে বরখাস্ত হওয়ার দেড় মাসের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন তিনি। হাওড়ার শরৎ সদনে অরূপ রায়ের (Arup Roy) হাত থেকে নিলেন তৃণমূলের পতাকা।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে মুখ খুলে দলের বিরাগভাজন হয়েছিলেন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপি-র রাজ্য এবং স্থানীয় নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন সুরজিৎ(Surajit Saha)। বিশেষ করে নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দুর প্রতি প্রকাশ্যে অসন্তোষ জানান তিনি।
দলীয় বৈঠকে রাখঢাক না করে নিজের অসন্তোষের কথা জানান সুরজিৎ। কিন্তু নাম না করে শুভেন্দু সুরজিৎকে নিশানা করেন।
গত ১০ নভেম্বর, ছটপুজোর দিন সুরজিৎকে দলবিরোধী কাজে লিপ্ত থাকা এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে বিজেপি (BJP)। কিন্তু সুরজিতের যুক্তি ছিল, তিনি ন্যায্য কথাই বলেছেন।