Sunday, May 4, 2025

‘সুশাসন’ই বটে, ইউএপিএ ধারায় গ্রেফতারিতে দেশের মধ্যে শীর্ষে যোগী রাজ্য

Date:

ভোট মুখর উত্তরপ্রদেশে(Uttar Pradesh) পা রেখে সম্প্রতি যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। দাবি করেছিলেন স্বরাজ এর মতই গুরুত্বপূর্ণ ‘সু-রাজ’। এবং যোগীর শাসনে সেই সু-রাজ বা সুশাসন উত্তরপ্রদেশে সম্পন্ন হয়েছে। ভোটের মুখে যোগীর প্রশংসায় মোদি সরব হয়ে উঠলেও বাস্তব ছবি কিন্তু অন্য কথা বলছে। তথ্য বলছে এই রাজ্যে সরকারি দপ্তরের প্রতি মানুষের অভিযোগই হোক বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইনে(ইউএপিএ) গ্রেফতারের সংখ্যা, সবেতেই শীর্ষে যোগী রাজ্য।

সম্প্রতি লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিশেষ অনলাইন পোর্টালে(সিপিজিআরএএমএস) রাজ্য সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে উত্তরপ্রদেশে থেকে। কেন্দ্রের এই বিশেষ অনলাইন পোর্টালে যে কেউ অভিযোগ জমা করতে পারেন তার রাজ্যের সরকার যে কোনও দফ্তর বা মন্ত্রকের বিরুদ্ধে। অনলাইনেই সেই অভিযোগের সমাধান করে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। এখানে উত্তর প্রদেশ থেকে জমা পড়েছে ৬ লক্ষ ১৯ হাজার ৩৫৮ টি অভিযোগ। দ্বিতীয় স্থানে থাকা মুম্বইয়ের ক্ষেত্রে এই অভিযোগের সংখ্যাটা ২ লক্ষের কিছু বেশি।

আরও পড়ুন:M M Naravane: রাওয়াতে পদে বসলেন সেনাপ্রধান নারাভানে, সিডিএসের দায়িত্বে কে?

এখানেই শেষ নয়, রিপোর্ট বলছে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ-তে গত এক বছরে উত্তরপ্রদেশে দেশের মধ্যে সর্বাধিক গ্রেফতারের ঘটনা ঘটেছে। সংখ্যাটা ৩৬১। সম্প্রতি সংসদে এই রিপোর্ট পেশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। উত্তরপ্রদেশের পর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু-কাশ্মীর। এখানে সংখ্যাটা ৩৪৬। তৃতীয় স্থানে থাকা মনিপুরে গ্রেফতারের সংখ্যা ২২৫। গোটা দেশে এই ধারায় যত মামলা হয়েছে তার ৫০ শতাংশ অভিযুক্তের বয়স ৩০-এর নিচে। উল্লেখ্য এই আইন কে ব্যবহার করে শাসকগোষ্ঠী বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করে বলে বারবার অভিযোগ তোলা হয়েছে এই প্রেক্ষিতে এহেন আইনের সর্বাধিক ব্যবহার স্বাভাবিকভাবেই যোগী রাজ্যের ‘সুশাসন’ নিয়ে প্রশ্ন তুলছে।

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...
Exit mobile version