Sunday, August 24, 2025

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের(Fire) জেরে জাপানের ওসাকায়(Osaka) মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ওসাকা স্টেডিয়ামের পাশে ওই আটতলা বিল্ডিং-এ আগুন লাগে। খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের ৭০টি ইঞ্জিন। বিল্ডিং-য়ের ভেতর থেকে ২৮ জনকে উদ্ধার করে দমকলবাহিনী(Fire Station)। তবে সংবাদ সংস্থার খবর তাঁদের মধ্যে ২৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃতের সংখ্যা

ওসাকা শহরের কর্মব্যস্ত এলাকা কিতাশিনচি রেলস্টেশনের কাছে ৮ তলা একটি বহুতলে আগুনের লেলিহান শিখা দেখতে পান পথচলতি মানুষজন। সরকারি সূত্রের খবর, আগুনের উৎসস্থল বহুতলের পাঁচতলা। এখানে কাউন্সেলিং এবং মানসিক সমস্যার রোগীদের জন্য একটি ক্লিনিক (Clinic) রয়েছে।সেই ক্লিনিকেই প্রথমে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তাতেই ঝলসে মারা যায় ২৭ জন।

দমকলের তরফে এই আগুন লাগার ঘটনাকে লেভেল থ্রি স্টেজ বলা হচ্ছে। ওসাকা শহরে আগুনের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এক পুলিশ আধিকারীক জানিয়েছেন, এই অগ্নিকাণ্ড নিয়ে তারা একাধিক ফোন পেয়েছেন, যেখানে জানানো হয়েছে যে এই বিল্ডিংয়ের পেছনের সিঁড়িতে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। পাশপাশি তাঁরা এও জানান, আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়ে যে বহুতলে পাশে একটি  ইংরাজি মাধ্যমের স্কুলের জানলা থেকে এক মহিলা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। তবে এলাকাটি ঘিঞ্জি এবং অপ্রশস্ত হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।


Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version