Belur Math:দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলতে চলেছে বেলুড় মঠ

অতিমারী পর্বে দীর্ঘদিন বন্ধ ছিল বেলুড় মঠ। দু’বছর পর ফের খুলছে মঠের দরজা।আগামী ২৬ ডিসেম্বর সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে সাধারণ ভক্ত এবং দর্শকের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠ।

আরও পড়ুন:ফের আদালতে মুখ পুড়ল বিজেপির: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন নেই, জানাল ডিভিশন বেঞ্চ

করোনা পর্বে দু’বছর ধরে বেলুড় মঠের যাবতীয় উৎসবে দর্শক-ভক্তদের প্রবেশাধিকার ছিল না। প্রকোপ অপেক্ষাকৃত কম থাকায় ভক্তদের জন্য দরজা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য বারের মত সারা দিনের জন্য নয়, বর্তমানে বেলুড় মঠ যে নির্দিষ্ট সময় খোলা থাকছে সেই সময়েই শুধুমাত্র সাধারণের প্রবেশাধিকার থাকবে। অর্থাৎ সকাল ৮টা থেকে ১১টা এবং বিকাল ৩টে থেকে ৫টা।

তবে মঠের দরজা খুললেও ভক্তদের যথাযথ কোভিড বিধি মানতে হবে। ভক্ত ও দর্শকরা রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির দর্শন ও প্রণাম করতে পারবেন।পাশাপাশি প্রসাদও পাবেন ভক্তরা।