Wednesday, November 12, 2025

রাজনীতি দূষিত হয়েছে প্রয়োজন পরিবর্তনের: পাঞ্জাবে নতুন দল খুললেন কৃষক নেতা

Date:

দূষিত হয়ে গিয়েছে দেশের রাজনীতি। এবার জাতীয় রাজনীতিতে পরিবর্তন দরকার। এমনটাই দাবি করে পাঞ্জাব নির্বাচনের প্রাক্কালে নতুন দল গড়লেন পাঞ্জাবের কৃষক নেতা গুরনাম সিং চারুনি(Gurnam Singh Charuni)। শনিবার নিজের নতুন দলের নাম ঘোষণা করেন ওই কৃষক নেতা। পাঞ্জাবের(Punjab) এই নয়া দলের নাম হল সংযুক্ত সংঘর্ষ পার্টি(Sanyukt Sangharsh Party)।

শনিবার সাংবাদিক বৈঠক করে পাঞ্জাবের কৃষক নেতা গুরনাম সিং চারুনি বলেন, “দেশের রাজনীতি দূষিত হয়ে গিয়েছে এখন দরকার পরিবর্তনের।” পাশাপাশি জানা গিয়েছে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ১১৭ টি আসনে লড়াই করবে তাঁর দল। তবে তিনি নিজে নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন। ৩ কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সাফল্যের পর এবার কৃষকদের সংসদীয় রাজনীতিতে প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:ভোটমুখী উত্তরপ্রদেশে কল্পতরু মোদি, শিলান্যাস গঙ্গা এক্সপ্রেসওয়ের

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে দিল্লি সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিলেন চারুনি। তার ডাকে হরিয়ানা পাঞ্জাব থেকে বহু কৃষক দিল্লিতে এসে জড়ো হয়েছিলেন। পাঞ্জাবের পাশাপাশি প্রতিবেশী রাজ্য হরিয়ানাতে ও এই কৃষক নেতার প্রভাব প্রবল। এহেন চারুনির রাজনীতিতে প্রবেশ পাঞ্জাব রাজনীতিক অংক বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কংগ্রেস ত্যাগের পর পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নতুন দল গড়ে বিজেপির সঙ্গে জোট করেছেন। এদিকে কৃষকদের এই রাজনৈতিক দল পুরোপুরি বিজেপি বিরোধী বলে অনুমান করা হচ্ছে। এহেন অবস্থায় বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার সম্ভাবনাই বেশি। ফলস্বরূপ পাঞ্জাব রাজনীতিতে নতুন এই দলের প্রবেশ কংগ্রেসের মাথাব্যথার কারণ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version