Thursday, August 28, 2025

KMC Election: পুরভোটে অশান্তি রুখতে তৎপর পুলিশ, শহরজুড়ে নাকা তল্লাশি

Date:

Share post:

রাত পোহালেই কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ভোট (Kolkata Municipal Election)। তার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর পুলিশ (Police)।জায়গায় জায়গায় চলছে নাকা তল্লাশি। পুরভোটে যাতে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ঘটে তাই শুক্রবারই পুলিশি প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে নামেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র(Soumen Mitra)।

আরও পড়ুন:Firhad Hakim: “নমস্কার, ববি হাকিম বলছি”, ছোট লালবাড়িতে “টক টু মেয়র” ঐতিহাসিক পদক্ষেপ

পুরসভা নির্বাচনে শুক্রবার রাত থেকেই পুলিশি প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন খোদ পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কলকাতার শহরের প্রত্যেকটি ডিসি অফিসে নিজে যান তিনি। পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেন। নিরাপত্তায় যাতে সামান্য ত্রুটিও না থাকে, সেদিকে সকলকে নজর রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি পুলিশ প্রশাসন কতটা প্রস্তুত এবং নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার।

কমিশনের নির্দেশ মেনেই শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে নাকা চেকিং।কলকাতার (Kolkata) বিভিন্ন প্রান্ত, চিংড়িহাটা, ঢালাই ব্রিজ, হাওড়া ব্রিজ, বারুইপুর, ডায়মন্ড হারবারের মতো একাধিক জায়গায় চলছে নাকা তল্লাশি। কলকাতার প্রতিটি হোটেলের রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে।  নির্মীয়মাণ বাড়ি, কমিউনিটি হল, বিয়েবাড়ি, লজ, গেস্ট হাউস ও হোটেলে ঢুকে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত,কলকাতা পুরসভার রবিবারের ভোটে সব রাজনৈতিক দল এবং পুলিশ-প্রশাসনের জন্য একগুচ্ছ বিধি স্থির করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বিধি অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তারা। কমিশনের নির্দেশ, রুটমার্চের পাশাপাশি ভোটারদের আস্থা অর্জন করতে হবে পুলিশকে। সিল করে দিতে হবে কলকাতা পুরসভা এলাকার সীমানা। কোনও গাড়ি পুর এলাকায় প্রবেশ করলে তা যাচাই করতে হবে। তাই কমিশনের নির্দেশ মেনে শুক্রবার রাত থেকেই নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...