Thursday, August 21, 2025

Abhishek Banerjee: তৃণমূলের কেউ অশান্তিতে জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: কড়া বার্তা অভিষেকের

Date:

পুরসভা ভোটের শেষদিনের প্রচারে দলীয় কর্মীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে ভোট করানোর বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নির্দেশ না মানলে দল থেকে বহিষ্কার করা হবে বলেও কড়া বার্তা দেন তিনি। রবিবার, দুপুর দুটো নাগাদ মিত্র ইন্সটিটিউশন ভোট দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কলকাতা পুরভোটে অশান্তি প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের (TMC) কেউ জড়িত প্রমাণ হলে ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেবে দল। এরপরই সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে অভিষেক বলেন, “ভোটে অশান্তির কোনও ফুটেজ থাকলে সামনে আনুন। যদি প্রমাণিত হয় যে তৃণমূল কোথাও যুক্ত আছে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সাংগঠনিক এবং প্রশাসনিক উভয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে।

পুরভোটে কলকাতা জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর মেলে। অভিষেক বলেন, “সবাই চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হোক। যদিও কোথাও কোনও বিক্ষিপ্ত আকারে ঘটান ঘটে থাকে, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোনও ফুটেজ থাকলে প্রকাশ্যে আনতে অনুরোধ করব।” একইসঙ্গে বিরোধীদের তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “ওরা জানে মানুষের হৃদয়ে ওদের কোনও স্থান নেই। ভোটে হেরে যাবে বুঝতে পেরেই এই ধরনের অভিযোগ তুলছে”।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version